বিবিধ বিভাগে ফিরে যান

চীনা পন্যের সাথে প্রতিযোগীতায় নামতে বাজারে আসছে মাটির কুকার 

July 6, 2020 | < 1 min read

খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ‘ভোকাল ফর লোকাল’ কর্মসূচির আওতায় দেশীয় পণ্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য, ৫০০ জন কুমোরকে মাটির কুকার তৈরির জন্যে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যান্য পোড়ামাটির পণ্যও প্রস্তুত করা হবে। 

খাদি স্টোরগুলির মাধ্যমে এই পণ্যগুলি দেশব্যাপী বিক্রি করা হবে। বিহারের এই বিশেষ মাটির কুকার চীনা পন্যের সাথে প্রতিযোগীতায় নামবে। খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ  কুমোরদের আধুনিক সরঞ্জাম সরবরাহ করবে যাতে তারা আরও ভাল পণ্য তৈরি করতে পারেন। তাদের মাটির কুকার এবং অন্যান্য রান্নার বাসন তৈরি করার জন্য বিশেষভাবে সহযোগীতা করা হবে। 

পর্ষদের তরফ থেকে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের মধু উৎপাদনের প্রশিক্ষণও দেওয়া হবে। পর্ষদ এজন্য বিহারের চারটি জেলাকে নির্বাচন করেছে। এর মধ্যে রয়েছে গয়া, কটিহার, পূর্ব চম্পারান ও মুজাফফরপুর। 

পরিকল্পনা অনুযায়ী, গয়ায় ১০০ জন, কাটিহারে ১০০ জন, মুজাফফরপুরে ১০০ জন এবং পূর্ব চম্পারায় ২০০ জনকে বাছাই করা হবে। ডিএম নিজে প্রবাসী শ্রমিকদের নির্বাচন করবেন। তিনিই শ্রমিকদের তালিকা পর্ষদকে  দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Clay cooker

আরো দেখুন