বিবিধ বিভাগে ফিরে যান

টিকটকের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন স্মৃতি, নুসরত

July 8, 2020 | < 1 min read

সম্প্রতি ইন্দো-চীন সম্পর্কের অবনতি হওয়ার কারণে, ভারত সরকার ৫৯টি চীনা অ্যাপ ব্যান করেছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটকও।

একদিকে এই ব্যানকে যেমন স্বাগত জানিয়েছেন বহু মানুষ, অনেকে প্রশ্ন তুলেছেন সরকারের সদিচ্ছা নিয়েও। এই ব্যানের ফলে টিকটকের উঠতি তারকা কিংবা কর্মরত ব্যাক্তিদের ভবিষ্যৎ নিয়েও সওয়াল করেছেন অনেকেই।

পাশাপাশি, দাবি উঠছে টিকটকের মত দেশীয় অ্যাপ তৈরীর। এই প্রসঙ্গেই বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। তাঁর মতে ভারতে বেকারত্ব ঘোচাতে গুগল, নাসা থেকে লোক এনে টিকটকের মতো অ্যাপ তৈরী করা উচিৎ।

দেখে নিন সেই ভিডিও:

শুধু নুসরত নন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী তাঁর থেকেও এক ধাপ এগিয়ে। একদিকে যখন ভারত সরকার টিকটক ব্যান করেছে, ঠিক তখনই স্মৃতি ইরানির একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় মন্ত্রী মহাশয়া টিকটকের সিইও নিখিল গান্ধি এবং ভারতের টিকটক টিমকে ধন্যবাদ জানাচ্ছেন।

দেখে নিন সেই ভিডিও:

উল্লেখ্য, ভারত-চীন সম্পর্কের অবনতি ঘটার পরই ভারত সরকার টিকটকে অ্যাকাউন্ট তৈরী করে বিতর্কের মুখে পড়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #Nusrat, #TikTok, #Smriti

আরো দেখুন