বিবিধ বিভাগে ফিরে যান

ঘুরে দেখুন মহারাজের প্রাসাদ

July 8, 2020 | 2 min read

২/৬ বীরেন রায় রোড, বেহালা, কলকাতা-৭০০০০৮৷ কোন ক্রিকেটপ্রেমী বাঙালী এই ঠিকানাটা শুনলে গর্ব অনুভব করেন না? এই ঠিকানাযর লাল-সাদা চারতলা বাড়িটা থেকে আসা বাঙালীই পালটে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মন্থর গতিপথ৷

তিনি হলেন মহারাজ। যিনি হয় ওঠেন ইডেনের মহারাজ৷ তাঁর ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া অবধি প্রতিটি মুহূর্ত নিয়ে আজও রয়েছে ভক্তদের কৌতুহল। বাইশ গজের লড়াই থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেট প্রশাসক এবং টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেও সফল বীরেন রায় রোডের এই বীর বাঙালী৷

তিনি সৌরভ চণ্ডী গঙ্গোপাধ্যায়৷ আজ তাঁর জন্মদিনে ভার্চুয়ালি ঘুরে দেখুন সৌরভের অন্দরমহল৷ দেখতে পারবেন সৌরভের ড্রয়িং রুম থেকে বিলাসবহুল ডিনার টেবিল৷

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক নিজে ঘুরে ঘুরে বাড়ির প্রতিটি রুমের সঙ্গে পরিচয় করাচ্ছেন ভিউয়ারদের৷ যে পুরো বাড়িতে ছড়িয়ে রয়েছে সৌরভের শৈশব থেকে ভারত অধিনায়ক হয়ে ওঠার নানা মুহূর্তের ছবি৷ 

বাড়ির গেট থেকে লন ধরে হেঁটে আসতে দেখা যায় দাদাকে৷ যেখানে প্রাক্তন ভারতীয় অধিনায়ক জানাচ্ছেন এই চারদেওয়াল ঘেরা রুমগুলো৷ ভিডিওটিতে নিজেই দেখালেন তাঁর প্রিয় রুমটি৷ যেখানে বাইশ গজের সমস্ত ট্রফিগুলি রেখেছেন মহারাজ৷ আর রয়েছে তাঁর ক্রিকেট জীবনের বিশেষ মুহূর্তের ছবি৷

দেখুন সেই ভিডিও

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #house

আরো দেখুন