রাজ্য বিভাগে ফিরে যান

খাঁচাবন্দি বলে কিছু নেই, রাজ্যপালকে পাল্টা খোঁচা শিক্ষামন্ত্রীর

July 16, 2020 | < 1 min read

ফের বিরোধ রাজ্য-রাজ্যপালের। উপলক্ষ উপাচার্যদের নিয়ে তাঁর পরিকল্পিত অনলাইন কনফারেন্সের ফ্লপ শোয়ের পরে জগদীপ ধনখড়ের একাধিক টুইট। পাল্টা দিলেন শিক্ষামন্ত্রীও। উচ্চশিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে সব বুঝিয়ে আসার পরেও কেন রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিষয়ে র‍াজ্যপাল তথা আচার্য বার বার উষ্মা প্রকাশ করছেন, সে নিয়ে সবিস্ময় অসন্তোষ জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও।

রাজ্যপালের ডাকা বুধবারের ভার্চুয়াল বৈঠকে রাজ্য বিশ্ববিদ্যালয়ের কোনও উপাচার্য বা সহ-উপাচার্যই যোগ দেননি। তবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন পাণ্ডে সহ-উপাচার্যকে সঙ্গে নিয়ে সকাল ১১টায় নির্ধারিত ওয়েবিনারে যোগ দেন।

তার পরেই রাজ্যপাল দুপুরে টুইটে লেখেন, ‘ভার্চুয়াল কনফারেন্সে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ হল। দুর্ভাগ্যজনক ভাবে অন্য উপাচার্যরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভাবলেন না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #partha chatterjee

আরো দেখুন