প্রযুক্তি বিভাগে ফিরে যান

টিকটকের দুঃখ ভোলাতে বাজারে আসছে ‘ট্যাংগি’

July 22, 2020 | < 1 min read

টিকটককে টেক্কা দিতে বাজারে নতুন ভিডিও অ্যাপ আনতে চলেছে গুগল। নাম ‘ট্যাংগি’। স্বল্পদৈর্ঘ্যের ভিডিওপ্রেমীদের কথা মাথায় রেখেই সম্প্রতি এই বহুজাতিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন এই অ্যাপ চালু করার কথা জানানো হয়েছে।

গুগলের নতুন এই অ্যাপটি ডু ইট ইওরসেলফ (ডিআইওয়াই) ভিডিও বা অন্যান্য সৃজনশীল ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। গুগলের এরিয়া ১২০ প্রকল্পের আওতায় অ্যাপলিকেশনটি তৈরি করা হয়েছে। তবে আপাতত শুধুমাত্র ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মেই ‘ট্যাংগি’ ব্যবহার করা যাবে। 

গত মাসেই ভারতে ব্যান করা হয়েছে জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক। টিকটকের পথে না গিয়ে দর্শকদের নতুন কিছু শিখতে সাহায্য করবে গুগলের নতুন ভিডিও অ্যাপ। গুগল জানিয়েছে, শুধু ডিআইওয়াই ও সৃজনশীল বিষয়বস্তুতে নজর দেওয়া হচ্ছে। 

এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tangi, #TikTok

আরো দেখুন