এপিজে আব্দুল কালামের এই কথাগুলো অনুপ্রেরণা যোগাবে আপনাকে
July 27, 2020 | < 1min read
আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের মৃত্যুদিন। তাঁকে ভারতের মিসাইল ম্যান বলা হয় ভারতের ক্ষেপণাস্ত্র গবেষণায় তাঁর অমূল্য অবদানের জন্য।
তিনি অনেক সময় দেশের শিশু ও যুবদের উদ্দেশ্যে অনেক উৎসাহমূলক বার্তা দিতেন। জীবনে বড় স্বপ্ন দেখার কথা বলতেন তিনি।
এপিজে আব্দুল কালামের কিছু বিখ্যাত উক্তি যা অনুপ্রেরণা যোগাবে আপনাকে:
প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না কারণ, দ্বিতীয়বার অসফল হলে অনেক লোক বলবে প্রথমবারের সাফল্য এসেছিল শুধু ভাগ্যের জোরে।
স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন জন্ম দেয় ভাবনার আর ভাবনা জন্ম দেয় নতুন উদ্যোগের।
তোমার উদ্দেশ্যে সফল হতে গেলে সেই কাজকেই ধ্যান জ্ঞ্যান করা উচিৎ।
ফেল করলে হাল ছেড়ে দিও না। ব্যর্থতাও একটা শিক্ষা। উদ্ভাবনী শক্তি হল একই জিনিসকে নতুনভাবে ভাবা।
আমার সাফল্যের প্রতি আমার মনের দৃঢ়তা যদি প্রবল হয়, কখনোই তাকে ব্যর্থতা গ্রাস করতে পারবে না।
আমাদের সকলের সমান প্রতিভা নেই। কিন্তু, সকলের কাছে সমান সুযোগ আছে নিজেদের প্রতিভাকে উন্নত করার।