বিবিধ বিভাগে ফিরে যান

এপিজে আব্দুল কালামের এই কথাগুলো অনুপ্রেরণা যোগাবে আপনাকে 

July 27, 2020 | < 1 min read

আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের মৃত্যুদিন। তাঁকে ভারতের মিসাইল ম্যান বলা হয় ভারতের ক্ষেপণাস্ত্র গবেষণায় তাঁর অমূল্য অবদানের জন্য।

তিনি অনেক সময় দেশের শিশু ও যুবদের উদ্দেশ্যে অনেক উৎসাহমূলক বার্তা দিতেন। জীবনে বড় স্বপ্ন দেখার কথা বলতেন তিনি। 

এপিজে আব্দুল কালামের কিছু বিখ্যাত উক্তি যা অনুপ্রেরণা যোগাবে আপনাকে:

  • প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না কারণ, দ্বিতীয়বার অসফল হলে অনেক লোক বলবে প্রথমবারের সাফল্য এসেছিল শুধু ভাগ্যের জোরে।
  • স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন জন্ম দেয় ভাবনার আর ভাবনা জন্ম দেয় নতুন উদ্যোগের।
  • তোমার উদ্দেশ্যে সফল হতে গেলে সেই কাজকেই ধ্যান জ্ঞ্যান করা উচিৎ।
  • ফেল করলে হাল ছেড়ে দিও না। ব্যর্থতাও একটা শিক্ষা। উদ্ভাবনী শক্তি হল একই জিনিসকে নতুনভাবে ভাবা।
  • আমার সাফল্যের প্রতি আমার মনের দৃঢ়তা যদি প্রবল হয়, কখনোই তাকে ব্যর্থতা গ্রাস করতে পারবে না।
  • আমাদের সকলের সমান প্রতিভা নেই। কিন্তু, সকলের কাছে সমান সুযোগ আছে নিজেদের প্রতিভাকে উন্নত করার।
TwitterFacebookWhatsAppEmailShare

#Inspirational quotes, #Abdul Kalam

আরো দেখুন