আর্থিক দুর্নীতির অভিযোগ, অর্জুন সিংয়ের বিরুদ্ধে ফের FIR ভাটপাড়া থানায়
ফের আইনি বিপাকে জড়ালেন উত্তর ২৪ পরগনার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন নিজের আত্মীয়দের সংস্থাকে কাজ পাইয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি চার কোটিরও বেশি টাকার গরমিল করেন তিনি। অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে ভাটপাড়া থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন পুরসভার প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি সাংসদ।
২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার পুরপ্রধান ছিলেন অর্জুন সিং। অভিযোগ, সেই সময় কিছু কাজের জন্য দু’টি সংস্থাকে বরাত পাইয়ে দেন তিনি। কাজ করার জন্য ২০১৭ সালে ওই সংস্থাকে পুরসভার তহবিল থেকে ৪ কোটি ৫২ লক্ষ ২০ হাজার টাকাও দেওয়া হয়। ৩ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার টাকার হিসাব মেলেনি বলেই অভিযোগ। এছাড়াও অভিযোগ উঠছে, ইনফ্রা কনটিনেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে ওই সংস্থাটি আসলে অর্জুন সিংয়ের আত্মীয়দের। টাকা নিয়েও তারা কোনও কাজ করেনি বলে অভিযোগ। মঙ্গলবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন পুরসভার প্রশাসক অরুণ বন্দ্যোপাধ্যায়।
ভাটপাড়ার তৃণমূলের আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, “এতদিন অডিট চলছিল। সেই অডিট থেকে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। কো-অপারেটিভ ব্যাংকে প্রায় ২৫ কোটি টাকার দুর্নীতি রয়েছে। পুরসভায় খুব কম হলেও ১০০ কোটি টাকার দুর্নীতি রয়েছে।” বিজেপি সাংসদ অর্জুন সিং যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “এ অনেক আগেকার কথা। আমি এখন সাংসদ হয়ে গিয়েছি। পুরসভায় অনেক তছরূপ ছিল। মানুষ তার জবাব দিয়ে দিয়েছে।” ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকে কোটি টাকার ঋণ দুর্নীতিতেও অভিযুক্ত অর্জুন সিং। নাম জড়িয়েছে তাঁর ভাইপোরও।