আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

১০ অগাস্টের মধ্যেই করোনার ভ্যাকসিন? চাঞ্চল্য

July 29, 2020 | 2 min read

 আগামী দুসপ্তাহের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। বৈজ্ঞানিকদের এই বিশ্বাস সত্যি হলে বিশ্বের বাজারে প্ৰথম করোনা ভ্যাকসিন হিসেবে অনুমোদিত হতে পারে এই ভ্যাকসিনটিই।

আগামী দুসপ্তাহের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। বৈজ্ঞানিকদের এই বিশ্বাস সত্যি হলে বিশ্বের বাজারে প্ৰথম করোনা ভ্যাকসিন হিসেবে অনুমোদিত হতে পারে এই ভ্যাকসিনটিই।

 রাশিয়ান প্রশাসনিক কর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানিয়েছেন তাঁরা ১০ অগাস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের তোরজোর চালাচ্ছেন। মস্কোর জেমেলিয়া ইন্সটিউটের বিজ্ঞানীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

রাশিয়ান প্রশাসনিক কর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানিয়েছেন তাঁরা ১০ অগাস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের তোরজোর চালাচ্ছেন। মস্কোর জেমেলিয়া ইন্সটিউটের বিজ্ঞানীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

 রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ সংবাদমমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপনের সঙ্গে তুলনা টেনে বলেন, ঐতিহাসিক দিনক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।

রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ সংবাদমমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপনের সঙ্গে তুলনা টেনে বলেন, ঐতিহাসিক দিনক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।

 তবে বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা একটি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের কথায় এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক তথ্যই সামনে আনেনি রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মডারেনা বা অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়ালের তথ্য সামনে এসেছে।

তবে বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা একটি আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের কথায় এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক তথ্যই সামনে আনেনি রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মডারেনা বা অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়ালের তথ্য সামনে এসেছে।

 রাশিয়ার অবশ্য দাবি, রাশিয়ান সেনাই এই ভ্যাকসিনে ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে।

রাশিয়ার অবশ্য দাবি, রাশিয়ান সেনাই এই ভ্যাকসিনে ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #covid vaccine

আরো দেখুন