দেশ বিভাগে ফিরে যান

করোনার কোপ, আক্রান্ত মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ ভিডি শর্মা

July 31, 2020 | 2 min read

মধ্যপ্রদেশ বিজেপি নেতৃত্বের শীর্ষ তিন জন কর্মীরই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগেই আক্রান্ত করোনায়। বুধবার বিজেপির রাজ্য সভাপতি, খাজুরাহো লোকসভা কেন্দ্রের সাংসদ বিষ্ণু দত্ত শর্মা ও বিজেপির সাধারণ সম্পাদক সুহাস ভগতের কোভিড টেস্ট রিপোর্টও পজিটিভ আসে।

মধ্যপ্রদেশ বিজেপির এই তিন শীর্ষ নেতৃত্ব ছাড়াও রাজ্যের বিজেপি বিধায়ক অরবিন্দ ভাদোরিয়াও করোনা আক্রান্ত। ছ’দিন আগেই ভাদোরিয়ার কোভিড ধরা পড়ে। ২১ জুলাই রাজ্যপাল লালাজি ট্যান্ডনের শেষকৃত্যে এই চার জনেই উপস্থিত ছিলেন। সেখান থেকে ফেরার পরেই অরবিন্দের প্রথম সংক্রমণ ধরা পড়ে। অরবিন্দ শিবরাজ সিংয়ের সঙ্গে একই গাড়িতে থাকায়, মুখ্যমন্ত্রীরও কোভিড টেস্ট করাতে হয়। সেই রিপোর্টও পজিটিভ ধরা পড়ে।

লালাজি ট্যান্ডনের শেষকৃত্যে মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশের শীর্ষ বিজেপি নেতারাও হাজির ছিলেন। এমনকী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন। ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং মধ্যপ্রদেশের ভারপ্রাপ্ত রাজ্যপাল আনন্দিবেন পটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ফলে, তাঁদের মধ্যেও কোভিড সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার সন্ধে ৭.২৫ মিনিটে ট্যুইট করে, ভিডি শর্মার কোভিড পজিটিভের খবর দেন। শিবরাজ লেখেন, মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি, খাজুরাহো লোকসভা কেন্দ্রের সদস্য ভিডি শর্মার শরীর ভালো নেই। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

গত শনিবার শিবরাজ সিং চৌহানেরও কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। শিবরাজের শারীরিক অবস্থা যদিও স্থিতিশীল বলেই জানিয়েছেন ডাক্তাররা।

মধ্যপ্রদেশ বিজেপির মিডিয়া ইন-চার্জ লোকেন্দ্র পরাসর নিশ্চিত করে জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মা কোভিড-১৯ পজিটিভ। ভোপালে তিনি টেস্ট করিয়েছিলেন। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। চিরায়ু মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ওই একই হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন।

গত কয়েক দিনে বিজেপির তিন শীর্ষ নেতৃত্বের সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, প্রত্যেকের কোভিড টেস্ট করাতে বলা হয়েছে। লোকেন্দ্র জানান, তিনিও টেস্ট করিয়েছেন। রিপোর্ট নেগেটিভ এসেছে। কয়েক দিন পর, তাঁকে ফের একবার টেস্ট করাতে বলা হয়েছে।

জানা গিয়েছে, উপসর্গ না-থাকায় বিজেপির সাধারণ সম্পাদক সুহাস ভগত বাড়িতেই কোয়ারানটিনে আছেন। মধ্যপ্রদেশের আরও এক বিধায়ক, ওবিসি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী রামখিলাবন পটেলেরও ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার রাতে ট্যুইট করে কোভিড পজিটিভ ধরা পড়ার কথা জানিয়েছেন আর এক বিধায়ক তুলসী সিলাওয়াত। ওই বিধায়কের স্ত্রীও ভাইরাস সংক্রমিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #bjp, #Vd Sharma

আরো দেখুন