উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

করোনার থাবা! আক্রান্ত ধূপগুড়ি পুরসভার কাউন্সিলার

August 3, 2020 | < 1 min read

এবার ধূপগুড়ি পুরসভার এক কাউন্সিলারের শরীরে মিলল করোনার সংক্রমণ। পুরসভার উদ্যোগে গত ৩১ জুলাই পুরকর্তা এবং পুরকর্মী সহ মোট ১৬ জনের লালার নমুনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে কাউন্সিলার ছিলেন ৩ জন। এর মধ্যে একজনের করোনা রিপোর্ট পজিটিভ বলে খবর।

জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী ওই কাউন্সিলার শারীরিক অসুস্থতার জন্যে গত ৩০ জুলাই পুরসভার বোর্ডসভাতেও অনুপস্থিত ছিলেন। তবে বর্তমানে তাঁর শারীরিক সেরকম কোনও সমস্যা নেই বলেই খবর। বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের নজরে এসেছে। সংক্রামিত কাউন্সিলারের শারীরিক অবস্থা বিচার করে তাকে হোম আইসোলেশনে অথবা সেফ হোম বা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Dhupguri

আরো দেখুন