দেশ বিভাগে ফিরে যান

দেশের আর্থিক বৃদ্ধির হার নেগেটিভই থাকবে: RBI গভর্নর

August 6, 2020 | < 1 min read

করোনা পরিস্থিতিতে মানুষের হাতে টাকা নেই৷ আর্থিক পরিস্থিতি ধুঁকছে৷ এ হেন অবস্থায় রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক৷ অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও৷ যার নির্যাস, বিভিন্ন লোনের উপরে সুদের হার বাড়ছে না৷ একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস, দেশের জিডিপি বৃদ্ধির হার নেগেটিভ থাকবে ২০২০-২১ আর্থিক বছরে৷

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণায় আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানান, করোনা পরিস্থিতিতে তাত্‍পর্যপূর্ণ ভাবে স্বর্ণ ঋণ বা গোল্ড লোন নেওয়ার পরিমাণ ৭৫ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশ হয়ে গিয়েছে৷ রেপো রেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই রাখা হয়েছে৷

তবে অর্থনীতির চাকা ঘোরার বিষয়ে সেরকম কোনও আশার বাণী শোনাতে পারেননি আরবিআই গভর্নর৷ তিনি বলেন, ‘কৃষি ক্ষেত্রে খানিকটা উন্নতির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে খারিপ শস্যের ভাল উত্‍পাদন ও ভাল বর্ষার জেরে৷ তাই গ্রামীণ অর্থনীতি আশা করছি শীঘ্রই ঘুরে দাঁড়াবে৷’ কিন্তু যেহেতু বিশ্ব অর্থনীতির নড়বড়ে অবস্থা, তাই ভারতের সার্বিক আর্থিক বৃদ্ধির হার নেগেটিভই থাকবে বলে জানান তিনি৷

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #RBI, #Repo Rate

আরো দেখুন