কলকাতা বিভাগে ফিরে যান

ধর্ষণকান্ডে জড়িত বিজেপি নেতা শিবপ্রকাশ? তলব বেহালা থানায়

August 9, 2020 | < 1 min read

ধর্ষণের মামলায় শিবপ্রকাশকে পুলিশের নোটিস ঘিরে চাঞ্চল্য

ধর্ষণের মামলায় বিজেপির সর্বভারতীয় নেতা শিবপ্রকাশকে বেহালা থানার নোটিস ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। ২০১৮ সালের মামলাটিতে প্রথম চার্জশিটে অমলেন্দু চট্টোপাধ্যায়ের নাম থাকার পর তদন্ত এখনও চলছে। এ বিষয়ে নাম জড়িয়েছে দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত শিবপ্রকাশের। অভিযোগকারিণীর বয়ানেও তাঁর নাম রয়েছে। বিষয়টি হাইকোর্টে গেলেও তদন্ত চালিয়ে যাওয়ার পক্ষেই রায় হয়েছে। এখন ৭/৮/২০ তারিখে বেহালা থানা নোটিস দিয়ে সাত দিনের মধ্যে শিবপ্রকাশকে উপস্থিত হতে বলেছে। আইপিসির ৩৭৬, ৪১৭, ৪০৬, ৩১৩ ধারায় মামলা চলছে। ২০১৮ সালের অগাস্ট মাসে অভিযোগটি প্রথম দায়ের হয়েছিল। নিগৃহীতার বয়ান ছিল স্পষ্ট। তদন্তের পর প্রথম চার্জশিট পেশও হয়।

এদিকে সূত্রের খবর, শিবপ্রকাশ আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তিনি সশরীরে যাবেন নাকি আপাতত বিকল্প কৌশল নেবেন, তার আলোচনা চলছে। বিজেপি এ নিয়ে রাজনৈতিকভাবে কী বলবে, তা নিয়েও কথা চলছে।

পুলিশের বক্তব্য: নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা তদন্ত চলছে। হাইকোর্ট সব খতিয়ে দেখেও তদন্ত অব্যাহত রাখার কথা বলেছেন। অভিযোগকারিণীর বয়ানে ও অন্য সূত্রে বারবার শিবপ্রকাশের নাম এসেছে। অভিযোগ উঠেছে। সেই কারণেই অতি সঙ্গতভাবে তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

বেহালা মহিলা থানায় প্রথম অভিযোগটি দায়ের হয়েছিল। শিবপ্রকাশকে বেহালা থানায় তদন্তকারী অফিসার প্রসেনজিৎ পোদ্দারের সঙ্গে সাতদিনের মধ্যে দেখা করতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rape victim, #bjp, #Shivprakash

আরো দেখুন