প্রযুক্তি বিভাগে ফিরে যান

মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই দুটি দুর্দান্ত স্মার্ট টিভি নিয়ে হাজির নোকিয়া

August 16, 2020 | < 1 min read

স্মার্টফোনের সাফল্যের পর স্মার্ট টিভির বাজার দখলের পথে নোকিয়া। জুলাইতে ভারতের বাজারে ৪৩ ইঞ্চি ও ৫৬ ইঞ্চি স্ক্রিনের নোকিয়া টিভি লঞ্চ করেছিল এই সংস্থা। এ বার ৩২ ইঞ্চি এবং ৫০ ইঞ্চির স্ক্রিনের স্মার্ট টিভি নিয়ে হাজির সংস্থা। 

ভারতের বাজারে এটাই নোকিয়ার এইচডি রেজলিউশনের প্রথম টিভি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই স্মার্ট টিভিতে থাকতে পারে ডিটিএস, ট্রু সারাউন্ড সাউন্ড, ডলবি অডিও এবং জেবিএল স্পিকারের সুবিধা।  

নোকিয়ার ৩২ ইঞ্চি এবং ৫০ ইঞ্চির স্মার্ট টিভি দুটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। পাশাপাশি এতে থাকতে পারে কোয়াডকোয়ার প্রসেসর। এই টিভিতে ২.২৫ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ এর সুবিধা থাকবে বলেই জানিয়েছে সংস্থাটি। 

 এই স্মার্ট টিভি দুটিতে স্লিম বেজেল এবং ভি-আকৃতির স্ট্যান্ড পাওয়া যাবে। এতে ১২ ওয়াটের এর দুটি স্পিকার রয়েছে যা ডলবি অডিও এবং ডিটিএস ট্রু এর ডিজাইন রয়েছে। টিভিটিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং ব্লুটুথ সংস্করণ ৫.০ এর সুবিধা থাকতে পারে। 

নোকিয়ার ৩২ ইঞ্চি স্মার্ট টিভিটির দাম হতে পারে ২১,৯৯৯ টাকা এবং ৫০ ইঞ্চির দাম ৩৬,৯৯৯ টাকা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#technology, #Nokia Smart TV, #Nokia

আরো দেখুন