রাজ্য বিভাগে ফিরে যান

মুকুল রায়কে সাইডলাইন করতে বাড়িতে থাকার পরামর্শ দিলীপের? জল্পনা তুঙ্গে

August 19, 2020 | < 1 min read

মুকুল রায় বনাম দিলীপ ঘোষ

দিলীপ-মুকুল দ্বন্দ্বের কাঁটায় বিপর্যস্ত বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আজ নিজের বাড়িতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চারপাশে গুঞ্জনকে আবারও নতুন মাত্রা দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্য, মুকুলদা এখন বাড়িতেই থাকুন। এই বক্তব্যে শোরগোল পড়ে গেছে বিজেপির অন্দরে।

যদিও, দিলীপের ব্যাখ্যা ”মুকুলদা সিনিয়র লিডার, করোনা আবহে তাঁকে তাই বেশি বাইরে বেরতে বারণ করছি।” তবুও, দিলীপ-মুকুল দ্বন্দ্বের কথা কারও অজানা নয়। করোনার দোহাই দিয়ে কী তবে মুকুলকে ময়দান থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন দিলীপ? জল্পনা তুঙ্গে।

এদিন দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে হাওড়া সদর, হাওড়া গ্রামীণ, আরামবাগ ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার বৈঠক ছিল। এই বৈঠক চলবে আগামী ৫ দিনে ধরে, বিভিন্ন জেলা সংগঠন নিয়ে। বৈঠকের পর রাজ্য সভাপতি নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন যে নিজেদের মধ্যে কোনও মতানৈক্য নেই। কিন্তু আশঙ্কা থেকেই গেল। যদিও, শ্লেষের সুরে দিলীপ বলেন, ”বিজেপি বাংলার ক্ষমতায় আসবে, তা অনেকের সহ্য হচ্ছে না। তাই ভুলভাল রটাচ্ছেন।”

এদিনকার বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের কয়েকটি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি। আগামী ৮ সেপ্টেম্বর রাজ্যে গণতন্ত্রের পরিবেশ বিঘ্নিত, এই ইস্যুকে সামনে রেখে বিডিও অফিসগুলির সামনে ধরনা ও বিক্ষোভ দেখাবে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #mukul roy, #BJP Bengal

আরো দেখুন