আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

অন্ধকার যুগের অবসান ঘটাব, ট্রাম্পকে আক্রমণ বিডেনের

August 22, 2020 | 2 min read

ধ্বনি ভোটে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হয়েই ডোনাল্ড ট্রাম্পকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন জো বিডেন। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট আমেরিকাকে ‘অন্ধকার কূপে’র মধ্যে ঠেলে দিয়েছেন। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমেরিকার অন্ধকার যুগের অবসান করবই। পাশাপাশি, তাঁর ‘রানিং মেট’ তথা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেছেন বিডেন। ক্যালিফোর্নিয়ার সেনেটরকে একজন ‘শক্তিশালী কণ্ঠ’ আখ্যা দিয়ে বিডেন বলেন, ওঁর (কমলা) সংগ্রামের কাহিনী প্রতিটা আমেরিকাবাসীর গল্প।’

বৃহস্পতিবার ছিল ভার্চুয়াল ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনের চতুর্থ তথা শেষ দিন। সেখানে আনুষ্ঠানিকভাবে ৫০টি প্রদেশের ডেমোক্র্যাট প্রতিনিধিদের অনলাইন রোলকল ভোটে প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হন বিডেন। কনভেনশনের শেষ ভাষণ দেওয়ার আগে বিডেনের জীবন, কেরিয়ার নিয়ে তৈরি একটি ভিডিও চালানো হয়। তারপরেই তিনি বলেন, ‘এই মুহূর্তটি আমার কাছে খুব সম্মানের। অত্যন্ত নম্রতার সঙ্গে মনোনয়নের এই প্রস্তাব গ্রহণ করলাম। আপনারা যে দায়িত্ব অর্পণ করেছেন, সর্বশক্তি দিয়ে তা পালন করার চেষ্টা করব। আমার বিশ্বাস, ঐক্যবদ্ধ ভাবে আমেরিকাকে অন্ধকার যুগ থেকে মুক্ত করতে পারব।

এরপরেই প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে নিশানা করেন বিডেন। বিদায়ী প্রেসিডেন্টকে কড়া আক্রমণ শানিয়ে বারাক ওবামার ‘রানিং মেট’ বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট আমেরিকাকে দীর্ঘদিন ধরে অন্ধকার কূপে বন্দি করে রেখেছেন। রাগ-জেদ, ভয়-ভীতি, বৈষম্য ঢের হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন, তাহলে আমি আমার সেরাটা দিয়ে দেশকে রক্ষা করব। অন্ধকার নয়, আলোর সঙ্গী হিসেবে কাজ করব।’ আর তাই আমেরিকাকে বাঁচাতে এই ভোটে সমগ্র দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন বিডেন। অতীতের সভাগুলির মতোই এদিনও গত এক শতাব্দীর ভয়ঙ্করতম মহামারী, গ্রেট ডিপ্রেশনের থেকেও ভয়ানক আর্থিক মন্দা, ছ’য়ের দশকের থেকেও ভয়ঙ্কর বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পকে তুলোধনা করেন তিনি।

এদিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেছেন বিডেন। কমলাকে এই নির্বাচনী লড়াইয়ে ‘শক্তিশালী কণ্ঠ’ দাবি করে তিনি বলেন, ‘প্রত্যেক আমেরিকানের স্বপ্নপূরণ করাই হবে পরবর্তী প্রেসিডেন্টের প্রধান কাজ। আর সে কাজ আমি একা করব না। আমার সঙ্গে একজন যোগ্য ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। ওঁর (কমলা) জীবন সংগ্রামের কাহিনী প্রতিটা মার্কিন নাগরিকের গল্প। একজন মহিলা, কৃষ্ণাঙ্গ মহিলা, কৃষ্ণাঙ্গ মার্কিন, দক্ষিণ-এশীয় মার্কিন এবং শরণার্থী হিসেবে যাবতীয় বাধা অতিক্রম করেছেন তিনি।’

এদিকে, বিডেনের পাশে দাঁড়িয়ে দেশবাসীকে ডেমোক্র্যাট পদপ্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন ধনকুবের ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা বিপদে মুখে রয়েছে জানিয়ে আসন্ন নির্বাচনে তিনি বিডেনকে জয়যুক্ত করার আর্জি জানিয়েছেন। ব্লুমবার্গ বলেন, ‘মার্কিন ইতিহাসের এই চ্যাপ্টার বন্ধ হওয়া দরকার। এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করুন, যিনি দেশের স্থিতাবস্থা, জাতীয় সংহতি, অখণ্ডতা বজায় রেখে হোয়াইট হাউসের সম্মান ফিরিয়ে আনবেন। সেজন্য বিডেন ও কমলাই যোগ্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Donald Trump, #Joe Biden

আরো দেখুন