করোনার সঙ্গে রুখতে হবে ডেঙ্গিও, কড়া নির্দেশ পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার ২৪ ঘণ্টার মধ্যেই জেলার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসলেন মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার প্রতিটি পুরসভার কর্তাদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে করোনা ও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলাশাসক চৈতালি চক্রবর্তী।
সোমবার চার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান, উত্তর ২৪ পরগনায় করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? ডেঙ্গি মোকাবিলাতেও জোর দিতে বলেন তিনি। এ দিন ফিরহাদ প্রতিটি পুরসভাকেই সেফ হোম তৈরি করতে বলেন। একটি করে কোভিড অ্যাম্বুল্যান্স রাখতেও বলা হয়েছে। ডেঙ্গি রুখতেও জোর দিতে বলেন পুরমন্ত্রী। বৈঠকে খাল সংস্কার প্রসঙ্গও ওঠে। পরে ফিরহাদ বলেন, ‘‘কোন খাল নিয়ে কী সমস্যা হচ্ছে, তা পুর কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। সেই মতো ব্যবস্থা হবে।’’