বিবিধ বিভাগে ফিরে যান

কেন পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস?

August 29, 2020 | < 1 min read

প্রতি বছর ২৯ আগস্ট কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ সিং-এর জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। তাঁর অসাধারণ প্রতিভার বলে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে অলিম্পিকে ভারত হকিতে সোনা জেতে। ১৯২৬ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত তিনি তাঁর পুরো কেরিয়ারে ৪০০-র উপরে গোল করেছেন। 

১৯৫৬ সালে তিনি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ পুরষ্কার পান। ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারই তাঁরই নামে নামাঙ্কিত। ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট ‘ পুরস্কার তাঁর নাম করেই দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ পুরস্কার।

কিসের জন্য এই স্পোর্টস ডে?

২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয় দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মদিনে। এই দিনেই রাষ্ট্রপতি অর্জুন ও খেলরত্ন পুরষ্কার তুলে দেন ক্রীড়াজগতে দেশের কৃতিদের হাতে।

স্পোর্টস ডে কেন গুরুত্ব পায় স্কুলে?

ছোট বয়স থেকেই স্কুল পড়ুয়াদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলোর প্রয়োজন। এর কোনও বিকল্প নেই। সুস্থ জীবনযাপনের অন্যতম মাধ্যম ক্রীড়া। এর মাধ্যমে সামাজিক যোগবন্ধন গড়ে ওঠে।

পড়ুয়াদের কাছে খেলা কেন এত গুরুত্বপূর্ণ?

পড়ুয়ারা শারীরিক ভাবে ফিট থাকলেই অ্যাকাডেমিক ক্ষেত্রে সফল হতে পারবে। স্পোর্টসের হাত ধরেই শিশুদের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি গড়ে ওঠে টিম স্পিরিট ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। খেলার সৌজন্যে স্কুল পড়ুয়ারা মানসিক ও শারীরিক ভাবেও শক্তিশালী হয়ে উঠতে পারে। স্পোর্টসের সৌজন্য মানব শরীরের রক্ত সঞ্চালন সঠিক থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#National Sports Day

আরো দেখুন