তথ্য যাচাই বিভাগে ফিরে যান

মাকালীর মূর্তি পোড়ানো হল মুর্শিদাবাদে? সত্যি ঘটনা কি?

September 2, 2020 | < 1 min read

দাবি

কিছুদিন ধরেই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।  বেশ কিছু  শেয়ারও হয়েছে।  ছবিটিতে দেখানো হচ্ছে মা কালীর বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছে। আর হিন্দুরা নাকি নিঃশব্দে তার বিসর্জন দিচ্ছে।

পোস্টে এও বলা হয়েছে  দুষ্কৃতীদের  খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোন দায় নেই সরকারের। এমনকি এই একই পোস্টে হিন্দুদের প্রতিবাদী হয়ে ওঠার প্ররোচণা দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত বিজেপি সাংসদ অর্জুন সিং -ও এই ছবিগুলি শেয়ার করেছেন এবং ঘটনাটি মুর্শিদাবাদের বলে টুইটে দাবি করেছেন। 

সত্যতা যাচাই

অর্জুন সিংহের টুইটের উত্তরে মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে সাম্প্রদায়িক হিংসার যোগ নেই।

উপরন্তু, আলমপুর কালী মা নিমতলা কালীমন্দিরের সেক্রেটারি শুকদেব বাজপেয়ীর একটি চিঠি দিয়ে জানিয়েছেন, ”মন্দিরে আগুন লাগার ঘটনাটি ঘটে ৩১ অগস্ট রাতের বেলায়। মন্দির দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা ওই এলাকায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ব্যাপারে অবগত আছেন। ঘটনার পেছনে কোনও সাম্প্রদায়িকতার যোগ অস্বীকার করেছেন।”

ওই চিঠিতে আরও বলা হয়—মন্দিরের কেউ তালা ভাঙেনি, বিগ্রহ ভাঙ্গেনি এবং কিছু চুরি যায়নি এবং এটি দূর্ঘটনা হতে পারে।

”এটি একটি দূর্ঘটনা হতে পারে কিন্তু একাংশ এটিকে সাম্প্রদায়িকতার রূপ দিচ্ছেন.. পরিবেশ অশান্ত করবেননা এবং উত্তেজনামূলক কাজ করবেন না,” বলা হয়েছে ওই চিঠিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#murshidabad, #Kali Murti

আরো দেখুন