আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

মার্কিন প্রেসিডেন্টের ভোটে ৮১ জন নোবেল বিজয়ীর সমর্থন বাইডেনকে

September 4, 2020 | < 1 min read

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দেখালেন আমেরিকার ৮১ জন নোবেলজয়ী ব্যক্তিত্ব। এই ৮১ জন নোবেল জিতেছেন রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে।

আমেরিকা থেকে বিভিন্ন ক্ষেত্রে পাওয়া এই সব নোবেল জয়ীরা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন ভোটে প্রেসিডেন্ট পদ প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠি স্বাক্ষর করে দিয়েছেন। তাঁরা সকলে বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার ব্যাপারে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

নোবেল বিজয়ীরা ওই চিঠিতে জানিয়েছেন, বর্তমানে বিজ্ঞানের প্রতি যতটা বেশি গুরুত্ব দেওয়া দরকার এদেশের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনও ছিল না। দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে জো বাইডেন প্রমাণ করেছেন, তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।

এছাড়া, অভিবাসী মানুষজন আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় যে অবদান রেখেছেন সেটার প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলেও এইসব নোবেল বিজয়ীরা উল্লেখ করেছেন। তবে জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাসের মহামারীর বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনও কথা বলেন নি।

চিঠিতে এই সব ব্যক্তিরা স্পষ্ট করে বলেছেন, “আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানি হিসেবে আমরা জো বাইডেনকে প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে সর্বাত্মক সমর্থন দিচ্ছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Joe Biden

আরো দেখুন