রাজ্য বিভাগে ফিরে যান

একুশের আগে রাজ্যে মোহন ভাগবত, জল্পনা

September 13, 2020 | < 1 min read

দীর্ঘ এক বছর পর বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। আগামী ২২ সেপ্টেম্বর কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক। ২৩ ও ২৪ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন‌। ২৫ সেপ্টেম্বর তিনি নাগপুর ফিরে যাবেন। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর শেষবার কলকাতায় এসেছিলেন ভাগবত। স্বভাবতই চলতি মাসের ভাগবতের এই বঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তারই মধ্যে বিজেপির নয়া রাজ্য কমিটিতে আদি নেতা কর্মীদের বাড়তি উপস্থিতির পিছনে সঙ্ঘের হাত দেখছেন অনেকে।

যদিও সঙ্ঘের বঙ্গ নেতারা ভাগবতের আসন্ন সফর নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ। তাঁদের বক্তব্য, আরএসএস একটি সামাজিক সংগঠন। সাম্প্রতিক করোনা ও উম-পুনের সময়ে বাংলাজুড়ে সঙ্ঘের কর্মীদের সেবা কাজের পর্যালোচনা করতে আসছেন সরসঙ্ঘচালক। পাশাপাশি গত অক্ষয়তৃতীয়ার দিন নাগপুর থেকে তিনি স্বয়ংসেবকদের উদ্দেশ্য বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি আত্মনির্ভর ভারতের স্লোগানকে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্রে বাংলায় এনিয়ে কী কাজ হয়েছে, তার বিস্তারিত বিবরণ তাঁকে জানানো হবে বলেও জানিয়েছেন ওই সঙ্ঘ কর্তা। জানা গিয়েছে, রাজ্যের ১০০টি গ্রামকে আর্থ-সামাজিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই নেতার কথায়, অনেক সময় প্রশাসনের সহায়তা মিলছে না। তিনি আরও বলেন, আরএসএস-এর উত্তর ও দক্ষিণ বঙ্গের নেতৃত্বের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতাদের নিয়েও বৈঠক করবেন ভাগবত। সূত্রের দাবি, ২৪ তারিখ রাতে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় সহ হাতে গোনা কিছু নেতার ডাক পড়তে পারে কেশব ভবনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #RSS, #mohan bhagwat

আরো দেখুন