হইচই সিজন ৪ – চমকে ভরপুর আগামী বছরের প্রতিশ্রুতি
২০১৭ সালে পুজোর ঠিক আগেই পথ চলা শুরু করে হইচই অ্যাপ। তারপর কেটে গেছে দীর্ঘ তিন বছর। চারবছরে পা দিল হইচই। এই করোনাকালে কর্তৃপক্ষ অনলাইনেই সারলেন হইচই সিজন-৪ -এর লঞ্চ। এবছর কি কি সিরিজ পেতে চলেছেন হইচই প্রেমীরা? দেখে নিন:
চরিত্রহীন ৩
দেবালয় ভট্টাচার্যের নির্দেশনায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ওয়েব সিরিজটির আগের দুটো সিজন বেশ জনপ্রিয় হয়েছিল। নতুন চমক, এই সিজনে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
দময়ন্তী
এর আগে আমরা বাংলা সিনেমা- সিরিয়ালে দেখেছি শুধুই পুরুষ গোয়েন্দা। মিতিন মাসি বা গোয়েন্দা গিন্নি ব্যতিক্রম হলেও মহিলা গোয়েন্দা বাংলা উপন্যাসে নেই বললেই চলে। সেই প্রথা ভেঙে এবার আসতে চলেছেন গোয়েন্দা দময়ন্তী। নাম ভূমিকায় তুহিনা দাস।
রবীন্দনাথ এখানে কখনো খেতে আসেননি
বাংলাদেশি ঔপন্যাসিক মহম্মদ নাজিমুদ্দিনের লেখা জনপ্রিয় রোমাঞ্চ উপন্যাস অবলম্বনে, সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় এক টান টান ওয়েব সিরিজ পেতে চলেছে দর্শক।
ঠাকুমার ঝুলি
বাঙালির নস্ট্যালজিয়ার বিলাসিতাকে উস্কে দিয়ে হইচই এবার ওয়েব সিরিজে আনতে চলেছে ঠাকুমার ঝুলি। আর সিরিজটির নির্দেশনা করবেন তারানাথ তান্ত্রিক, তাসের দেশ, গান্ডু খ্যাত নির্দেশক কিউ (কৌশিক মুখোপাধ্যায়)।
ব্যোমকেশ ৬
হইচই- এর কথা হচ্ছে আর সেখানে ব্যোমকেশ বক্সি থাকবেন না তা আবার হয় নাকি! মগ্ন মৈনাক উপন্যাস অবলম্বনে আসতে চলেছে ব্যোমকেশ সিজন ৬। ব্যোমকেশের চরিত্রে অব্যহত অনির্বাণ ভট্টাচার্য।
তানসেনের তানপুরা ২
লকডাউন সময়কালে মুক্তিপ্রাপ্ত শাস্ত্রীয় সঙ্গীত ভিত্তিক এই রোমাঞ্চ সিরিজটি ইতিমধ্যেই দর্শকের মন জয় করে ফেলেছে। আসতে চলেছে তারই দ্বিতীয় সিজন। উন্মোচন হবে তানপুরা রহস্য। আসবে কালিপুজোর সময়।
বন্য প্রেমের গল্প ২
আসতে চলেছে এই সাইকো থ্রিরালের দ্বিতীয় সিজন। আগের সিজনে দেখা গেছিল তনুশ্রী সরকারকে। এইবার দেখা যাবে অর্জুন চক্রবর্তীকেও।
মানি হানি ২
বাংলাদেশের সাথে হইচই-এর যৌথ প্রযোজনার দ্বিতীয় সিজনটিও আসতে চলেছে।
ললিতা
পরিণীতার ললিতা নয়। মৈনাক ভৌমিকের হাত ধরে আসছে সাড়া জাগানো এই প্রেমের গল্প।
লাল মাটি
হইচই-এর এক অন্যতম জনপ্রিয় রোমাঞ্চ সিরিজ ‘শব্দ জব্দ’ খ্যাত নির্দেশক সৌরভ চক্রবর্তীর নির্দেশনায় পরবর্তী প্রোডাকশান লাল মাটি।
রহস্য রোমাঞ্চ সিরিজ ৩
হইচই-এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই সিরিজের নাম। যা সারা দেশে নির্মিত সেরা থ্রিলার সিরিজগুলির অন্যতম বলে গণ্য করা হয়। আসতে চলেছে তার পরবর্তী সিজন। থাকবেন মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস।
সেই যে হলুদ পাখি ২
বাবা মেয়ের কি মিলন হবে? সেই যে হলুদ পাখির এই দ্বিতীয় সিজনেই আছে সেই প্রশ্নের উত্তর।
তাকদির
বাংলাদেশি এই জনপ্রিয় ওয়েব সিরিজটি এবছর আসতে চলেছে হইচই-এ। অভিনয় করেছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি।
চৌরঙ্গী
শহুরে জীবনের ওঠাপড়া নিয়েই তৈরি হইচই-এর এই ওয়েব সিরিজটি। সমকালীন কলকাতার খণ্ডচিত্র উঠে আসবে সিরিজে, আশা করা যায়।
মোহ মায়া
প্রশংসিত সিনেমা তাসের ঘরের লেখিকা শাহানা দত্ত-র পরবর্তী উপস্থাপনা মোহ মায়া। জনপ্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মোহ মায়ার হাত ধরেই ওটিটিতে প্রথম কাজ করতে চলেছেন।
গঙ্গা
সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখা যাবে নতুন রূপে ড্রাগ মাফিয়ার চরিত্রে। চিরাচরিত প্রেমিক সৌমিত্র বাবুকে অন্যভাবে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। পরিচালনা করবেন রুদ্রনীল ঘোষ।
একেন বাবু ৪
অল্প সময়েই মানুষের মন জয় করে ফেলেছেন এই সাদা মাটা, মাছেভাতে বাঙালি গোয়েন্দা চরিত্রটি। আসতে চলছে একেন বাবুর পরবর্তী সিজন। এবার একেন বাবুর গন্তব্য মুর্শিদাবাদ রাজবাড়ি।
মেক আপ স্টোরি
আগে আমরা হইচই-তেই দেখেছি মৈনাক ভৈমিকের ব্রেক আপ স্টোরি। এবার মৈনাক ভৌমিক দর্শকদের জন্যে আনতে চলেছেন মেক আপ স্টোরি। শহুরে প্রেমের কাহিনী বলতে সিদ্ধহস্ত পরিচালক। তাই, এবারও আমরা আশা করছি দেখতে পাব মিষ্টি প্রেমের গল্প।
ভালো থাকিস বাবা
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তৈরি একটি সিরিজ। বাংলাদেশ এর সাথে হইচই-এর যৌথ প্রযোজনা। থাকবেন বাংলাদেশের সুপারস্টার অপূর্ব।
হ্যালো ৩
হইচই-এর জন্ম লগ্নের সিরিজ হ্যালো, যা হইচই-কে আজকের এই উচ্চতায় নিয়ে গেছে। আসতে চলেছে হ্যালো-র তৃতীয় সিজন। রাইমা- প্রিয়াঙ্কার সমীকরণের সাথেই এবার থাকবেন একজন ‘সারপ্রাইজ গেস্ট’। তিনি কে? তা জন্যে আমাদের অপেক্ষা করতে হবে হ্যালো-৩ মুক্তি পাওয়া অবধি।
মহাভারত মার্ডারস
প্রখ্যাত ব্লগার অর্ণব রায়ের লেখা মহাভারতের গল্প ভিত্তিক এক রোমাঞ্চ উপন্যাস অবলম্বনে কলকাতার বুকে ঘটে যাওয়া ‘মার্ডার মিস্ট্রি’।
দেবদাস ও একটি খুনের গল্প
শরৎচন্দ্রের দেবদাস, সিনেমা নির্মাতাদের অন্যতম পছন্দের কন্টেন্ট। দেবদাসকে নিয়ে নিত্য নতুন কাজ হয়েই চলেছে। এবার তাতেই পাবেন রোমাঞ্চের ছোঁয়া। থাকবেন অর্জুন চক্রবর্তী, রাইমা সেন, মধুমিতা সরকার। পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য।
গোরা
এক ‘ডিফেক্টিভ ডিটেক্টিভ’- এর গল্প। কেন ডিফেক্টিভ? জানতে হলে দেখতে হবে গোরা। থাকবেন ঋত্বিক চক্রবর্তী।
ইন্টুইশান
মিতালী ভট্টাচার্যের লেখা ওয়েব সিরিজ ইন্টুইশান। থাকবেন মূল স্রোতের সিনেমার নায়ক নায়িকা সোহম এবং শ্রাবন্তী। ওয়েব সিরিজে এটাই তাদের প্রথম কাজ।