রাজ্য বিভাগে ফিরে যান

দেশের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হল বাংলায়

September 25, 2020 | < 1 min read

বাংলায় তৈরি হল ভারতের সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৫ মেগাওয়াট এই ভাসমান কেন্দ্রটি আজ থেকে চালু হচ্ছে।

দেড় বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৩ মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। আজ থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। বিশাল জায়গা নিয়ে এটি করা হয়েছে। ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নতুন দিগন্ত খুলে দেবে। রক্ষণাবেক্ষণের জন্য লোকজন লাগবে। এলাকায় কিছু কর্মসংস্থান হবে।’

জানা গেছে এটি ভারতের মধ্যে বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ২২ কোটি টাকা খরচ হয়েছে এই কেন্দ্র তৈরির জন্য। প্রায় ১ লক্ষ বাড়িতে বিদ্যুৎ দেওয়া যাবে।’‌

বুধবার মুখ্যমন্ত্রী দিঘায় ২০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প হবে বলে ঘোষণা করেন। জার্মানির কেএসডব্লিউ নামে একটি সংস্থা ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি ২০০ কোটি বিনিয়োগ করবে রাজ্য। কয়েক হাজার কর্মসংস্থান হবে এই কেন্দ্রকে ঘিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#solar energy, #sagardighi

আরো দেখুন