রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বাংলায় শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা, আরও বিনিয়োগ ব্রিটেনের

September 26, 2020 | < 1 min read

আগেই মন্দার কোপে ভুগছিল বাজার। এখন দোসর হয়েছে করোনা। আর এই জোড়া ফলায় করুণ দশা ভারতীয় অর্থনীতির। শুধু তাই নয়। করোনার ধাক্কায় বেসামাল গোটা বিশ্ব অর্থনীতিই। তবে এই পরিস্থিতিতেও ভিন্ন ছবি বাংলায়। এই করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে আরও বিনিয়োগ করতে আগ্রহ দেখাল ব্রিটেন। শুক্রবার রাজ্য শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে সমঝোতাপত্রে সই করল ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (‌ইউকেআইবিসি)‌। গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানে ওই প্রক্রিয়া সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য সচিব, রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এমডি বন্দনা যাদব, ‌ইউকেআইবিসি-র এমডি কেভিন ম্যাককোলে, কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার নিক লো।

মমতার বাংলায় শিল্পে লগ্নীর পরিবেশের প্রশংসা করে কেভিন ম্যাককোলে জানান, ‌বিটি, ডিয়াজিও, চিভাজ ব্রাদার্স, পিডব্লিউসি, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো সংস্থা এখানে ইতিমধ্যে বিনিয়োগ করেছে। আরও অনেকে বিনিয়োগে আগ্রহী। এখানকার রাজনৈতিক এবং প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক। নিক লো-র মতে, শিল্প ও বাণিজ্যের ব্যাপারে ব্রিটেন এবং ভারতের মধ্যে খুব ভাল তালমিল রয়েছে। এ রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, শিল্প সহায়ক নীতি আরও বিনিযোগ টেনে আনতে সাহায্য করবে। উল্লেখ্য, রাজ্যের সঙ্গে ওই বণিক সংগঠনের চুক্তির ফলে শিল্পে বিনিয়োগ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে। শিল্পের উন্নয়নে দু’‌পক্ষ আরও সমন্বয় রেখে কাজ করতে পারবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Industry, #india business council, #britain

আরো দেখুন