রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে প্রচুর কর্মসংস্থান! জেনে নিন খুঁটিনাটি

October 14, 2020 | < 1 min read

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Health Recruitment Board)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।  

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদ: ৬২টি
কোন বিভাগে কত শূন্যপদ
অ্যানেস্থিওলজি: ১১টি
কার্ডিয়াক অ্যানাস্থেশিয়া: ১টি
কমিউনিটি মেডিসিন: ৯টি
এফএমটি: ২টি
জেনারেল সার্জারি: ৩টি
হেমাটোলজি: ২টি
মেডিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি: ১টি
মাইক্রোবায়োলজি: ১টি
নিওন্যাটোলজি: ১টি
নেফ্রোলজি: ৩টি
নিউরো মেডিসিন: ১টি
নিউরো সার্জারি: ২টি
অর্থোপেডিক: ৬টি
পেডিয়াট্রিক সার্জারি: ১টি
ফার্মাকোলজি: ২টি
ফিজিক্যাল মেডিসিন: ১টি
ফিজিওলজি: ২টি
রেডিও থেরাপি: ১টি
রেডিওডায়াগোনসিস: ৯টি
সার্জিক্যাল গ্যাসট্রোএনটেরোলজি: ১টি
ইউরোলজি: ২টিAdvertisement

শিক্ষাগত যোগ্যতা:
১. এমবিবিএস ডিগ্রি এবং যে বিভাগের জন্য আবেদন তাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
২. আবেদনকারীর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল/ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ স্টেট মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রশন থাকতে হবে।
অভিজ্ঞতা:
যে শূন্যপদে আবেদন করছেন সেই সংক্রান্ত পড়ানোর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৫০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৯৩ হাজার ৫২৪ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি ২১০ টাকা। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
পরীক্ষার মাধ্যমে শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #employment

আরো দেখুন