তথ্য যাচাই বিভাগে ফিরে যান

প্রয়াত রাজ্যের মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা?

October 15, 2020 | < 1 min read

দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হলেন রাজ্য বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। বার্ধক্যজনিত কারণেই তাঁর জীবনাবসান হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েক মাস যাবৎ বার্ধক্যজনিত বিবিধ শারীরিক সমস্যা নিয়ে শয্যাশায়ী থাকার পরে বুধবার সকালে প্রয়াত হন এই বাম নেতা।

এর পরেই সংবাদমাধ্যমের একাংশে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়ে যে ভাঙড়ের বর্তমান বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা প্রয়াত। আসলে বিভ্রান্তি নামের বানান নিয়ে। প্রয়াত প্রাক্তন বিধায়ক রেজ্জাক মোল্লা। আর বর্তমান মন্ত্রীর নামের বানান রাজ্জাক মোল্লা। এখানেই বিভ্রান্তি হয়।

বর্তমান মন্ত্রী এখনও জীবিত এবং কুশল আছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Abdur Rejjak Molla

আরো দেখুন