রাজ্য বিভাগে ফিরে যান

ভরাট পুকুর পুনরায় খনন করাল পুরপ্রশাসক

October 17, 2020 | < 1 min read

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছিল পুকুর ভরাট। অভিযোগ পেয়ে খড়দহ পুরসভার প্রশাসক ঘটনাস্থলে গিয়ে ওই পুকুরটিকে খনন করালেন। শুক্রবার এই ঘটনা ঘটেছে খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নাথুপাল ঘাট সংলগ্ন এলাকায়। পুর কর্তৃপক্ষের কথায়, পুকুরটিকে আবার আগের অবস্থায় ফেরানোই তাদের মূল লক্ষ্য। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৬ কাঠা জমির উপর পুকুরটি ছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় এক প্রোমোটার পুকুরটির মালিকের থেকে পুকুরটি ৯৯ বছরের লিজে নেন। তারপরেই ওই পুকুরের প্রায় ৮ কাঠা তাঁর মদতেই ভরাট হয়। কিন্তু ঘটনাটি ঘটে বছর চারেক আগে।

তখনই ওই প্রোমোটারের নামে খড়দহ থানায় অভিযোগ হয়। গ্রেপ্তারও হন প্রোমোটার। কিন্তু তারপর থেকে ভরাট হওয়া অবস্থাতেই পড়েছিল পুকুরটি। সেখানে সাম্প্রতিককালে সব্জির বাগানও তৈরি করা হয়েছিল। বিষয়টি জানতে পারেন খড়দহের প্রশাসক কাজল সিন্‌হা। তিনি বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে পুকুরটি ভরাট করা হয়েছিল। পুরসভা থেকে এর আগেও একাধিকবার পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল অভিযুক্ত ওই প্রোমোটারকে। কিন্তু তিনি কোনও কথা শোনেননি। এরপরই এদিন সকালে কাজলবাবু পুরসভার অন্যান্য কর্তাদের নিয়ে গিয়ে ভরাট হওয়া অংশ থেকে জেসিবি মেশিন দিয়ে মাটির তোলার কাজ শুরু করান। তাঁর কথায়, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পুকুরটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন