আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বিতর্কিত কার্টুন প্রদর্শনে প্যারিসে শিক্ষকের মাথা কাটল জঙ্গিরা

October 18, 2020 | < 1 min read

‘শার্লে এবদো’র স্মৃতি ফিরল ফ্রান্সে। ইসলামি ধর্মগুরুর বিতর্কিত কার্টুন দেখানোয় নির্মমভাবে হত্যা করা হল প্যারিসের এক স্কুল শিক্ষককে। স্কুল চত্বরের বাইরে তাঁর মাথা কেটে নিল সন্দেহভাজন এক চেচেন জঙ্গি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন। পুলিস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ প্যারিস থেকে ৩০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। স্কুল থেকে ৪৭ বছর বয়সি ইতিহাসের ওই শিক্ষক বাড়ি ফিরছিলেন। তখনই অতর্কিতে ১৮ বছরের এক তরুণ জঙ্গি তাঁর উপর হামলা চালায়। পুলিস আসার আগেই ধারাল ছুরি দিয়ে তাঁর মাথা কেটে ফেলে। তাকে আটকাতে গেলে পুলিসকে প্রাণে মারার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে ওই জঙ্গিকে নিকেশ করে পুলিস। এই ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে একজন নাবালক।


জানা গিয়েছে, প্যারিসের একটি স্কুলে পাঠদান করতেন স্যামুয়েল প্যাটি নামের ওই শিক্ষক। দিন দশেক আগে ছাত্রদের ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে গিয়ে ওই বিতর্কিত কার্টুনটি দেখিয়েছিলেন তিনি। এই ঘটনার জন্যই তাঁর উপর হামলা হয়। এই ঘটনা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট জরুরি বৈঠকে বসেন। তিনি বলেন, ওই শিক্ষক ছাত্রদের বাকস্বাধীনতার শিক্ষা দিচ্ছিলেন। সেজন্য তাঁকে প্রাণ দিতে হল। তিনি এই ঘটনার পর দেশে জেহাদি শক্তির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Samuel Paty, #Islamic Terrorist, #Mohammed Cartoons

আরো দেখুন