← রাজ্য বিভাগে ফিরে যান
করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যা
সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। ৩০০ বেড বাড়ানো হচ্ছে মেডিক্যাল কলেজে। এই মুহূর্তে হাসপাতালে চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০। তাছাড়াও দুর্গা পুজোর মধ্যেই গোটা রাজ্য জুড়ে মোট ৬৩৫ টি বেড এবং ১৬৩৯ টি জেনারেল অক্সিজেনেট বেড বাড়ানো হচ্ছে।
প্রতিদিনই বাড়ছে রোগী। তাই এই বেড বাড়ানোর সিদ্ধান্ত। সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। পুজোর পরে বাংলার পরিস্থিতি ঠিক কী হবে, তা নিয়ে আকাশছোঁয়া আশঙ্কা। এই অবস্থায় দ্রুত রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর শক্তিবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি সিদ্ধান্তে আশ্বস্ত সাধারণ মানুষ। তাঁরা বলছেন, পরিস্থিতির অবনতি হলে এই বাড়তি বেডের প্রস্তুতি কাজে আসবে। করোনা-মোকাবিলায় সতর্ক সরকার। পাশাপাশি যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতিও চলছে। মহামারী আবহে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় জোর দিচ্ছে প্রশাসন।