বিবিধ বিভাগে ফিরে যান

পুত্রান্ এর বদলে সন্তানান্ দেহি – কতটা যুক্তিযুক্ত দুর্গা মন্ত্র বদলের দাবি?

October 21, 2020 | < 1 min read

“পুত্রান্ দেহি,ধনং দেহি সর্বান্ কামাংশ্চ দেহি মে”

দুর্গাপূজার সকালে অঞ্জলি দেওয়ার যে মন্ত্র পাঠ করা হয়, তারই একটি শব্দ পরিবর্তন করার দাবি উঠেছে। প্রাচীনকাল থেকে চলে আসা ওই মন্ত্রের একটি জায়গায় ‘পুত্রান্ দেহি’ বলতে হয়।

কিন্তু গত কয়েকবছর ধরে সামাজিক মাধ্যম আর গণমাধ্যমে অনেকেই বলতে শুরু করেছেন যে ‘পুত্রান্ দেহি’ বলে আসলে ঈশ্বরের কাছে শুধু পুত্র চাওয়া হয়ে আসছে। শুধুমাত্র পুত্র সন্তানের কামনা করাটা লিঙ্গ বৈষম্য, এমনই মনে করছেন অনেকে।

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, দুর্গাপূজার অষ্টমীর দিন তিনভাগে যে অঞ্জলি দেওয়া হয়, তার দ্বিতীয় ভাগটি এরকম: ‘আয়ুর্দ্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে। ধনং দেহি পুত্রান্ দেহি সর্ব কামাংশ্চ দেহি মে’

অর্থাৎ, দেবীর কাছে আয়ু, যশ এসবের সঙ্গেই ‘পুত্র’ কামনা করা হচ্ছে। দাবি উঠছে, ‘পুত্রান্ দেহি’র বদলে ‘সন্তানান্ দেহি’ বলা হোক, যাতে পুত্র বা কন্যা নির্দিষ্ট করে না প্রার্থনা করে সন্তানের কথা বলা হোক ওই মন্ত্রে।

কিন্তু, সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, পুত্রম্= পুত্র, পুত্রিম্= পুত্রী, পুত্রান্= পুত্র-পুত্রী উভয়। তাই মন্ত্রে কোনও লিঙ্গের জন্য প্রার্থনা করা হচ্ছে না। বরং সন্তানকামনাই করা হচ্ছে। 

তাই, দৃষ্টিভঙ্গির মতে, মন্ত্র বদলের এই দাবি নিছক হুজুগ মাত্র। 

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2020

আরো দেখুন