বাংলার মা, মাটি, মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
October 26, 2020 | < 1min read
ছবি: ফাইল চিত্র
বিজয়া দশমী উপলক্ষ্যে সোমবার সকাল থেকেই যেন বিষাদের সুর৷ আবারও একটা বছরের প্রতীক্ষা৷ বিদায় নিচ্ছেন মা উমা৷ বিজয়া দশমী উপলক্ষ্যে সকলকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে। pic.twitter.com/036TxAU30i