রাজ্য বিভাগে ফিরে যান

জলের গুণগত মান পরীক্ষাকেন্দ্রের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বাংলা

October 29, 2020 | < 1 min read

সারা দেশের মধ্যে সবথেকে বেশি পানীয় জলের গুণগত মান পরীক্ষাকেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গেই। অক্টোবর মাসের কেন্দ্রীয় পরিসংখ্যানেই প্রকাশ পেয়েছে এই তথ্য। জলশক্তি মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে সারা দেশে পানীয় জলের গুণগত মান পরীক্ষাকেন্দ্র (ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবরেটরিস) রয়েছে মোট ২ হাজার ২৩৪টি। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২২০টি। সরকারি সূত্রে জানা যাচ্ছে, জলজীবন মিশনের আওতায় এইসব পরীক্ষাকেন্দ্রগুলি সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তাঁরা খুব অল্প খরচে এগুলির ব্যবহার করতে পারেন।

জলশক্তি মন্ত্রকের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে যে ২২০টি পানীয় জলের গুণগত মান পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে রাজ্যস্তরের ল্যাবের সংখ্যা একটি। জেলাস্তরে রয়েছে ২১টি ল্যাব। পশ্চিমবঙ্গে মহকুমাস্তরে ল্যাব রয়েছে ১৯৬টি। এবং ভ্রাম্যমাণ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুটি। তবে বাংলায় ব্লকস্তরে এই সংক্রান্ত কোনও পরীক্ষা কেন্দ্র নেই। অন্তত কেন্দ্রীয় পরিসংখ্যানে তাই উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গের পরে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। ২১৮টি। সারা দেশের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ২০০টি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সারা দেশে মোট ২৭ হাজার ৫৪৪টি আর্সেনিক/ফ্লোরাইড প্রভাবিত গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে ২০১৭ সাল থেকেই ‘ন্যাশনাল ওয়াটার কোয়ালিটি সাব-মিশন’ (এনডব্লুকিউএসএম) কর্মসূচির বাস্তবায়ন চলছে। যার মধ্যে পানীয় জলের গুণগত মান পরীক্ষা অন্যতম।

TwitterFacebookWhatsAppEmailShare

#water quality testing centere

আরো দেখুন