দেশ বিভাগে ফিরে যান

‘‌বিরূপ’‌ মন্তব্যের জের, কমিশনের রোষে কৈলাস

October 30, 2020 | < 1 min read

কমল নাথের পর ‘‌বিরূপ’‌ মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের রোষে পড়লেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (kailash vijayvargiya)। কংগ্রেস (Congress) নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh) এবং কমল নাথ (Kamal Nath) সম্পর্কে ‘‌চুন্নু মুন্নু’‌ মন্তব্যের জেরে কৈলাস বিজয়বর্গীয়কে নোটিস ধরিয়ে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। শুক্রবার নির্বাচন কমিশন (Election Commission of India) পরিষ্কার জানিয়েছে, নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন কৈলাস।গত ১৪ অক্টোবর ইন্দোরের সানওয়ারে একটি নির্বাচনী সভায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ও কমল নাথকে আক্রমণ করে ওই মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়। নির্বাচন কমিশনের চিঠির জবাবে বিজয়বর্গীয় জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তীকালে কমিশনের নির্দেশ এবং আদর্শ আচরণবিধি মেনে চলবেন তিনি। 

এছাড়াও মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবীকে (Imarti Devi) নিশানা করে ‘‌আইটেম’‌ মন্তব্যের জেরে তারকা প্রচারকের তকমা হারিয়েছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। পাশাপাশি কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে কোনও প্রার্থীর হয়ে প্রচারে গেলে কমল নাথের থাকা–খাওয়ার খরচ বহন করতে হবে ওই প্রার্থীকে। আগামী ৩ নভেম্বর মধ্যপ্রদেশের ২৮টি কেন্দ্রে উপনির্বাচন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Election Commission of India, #Kailash Vijabargiya

আরো দেখুন