সৌজন্যে হ্যাম রেডিও, বাড়ি ফিরছেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
১৭ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের সঙ্গে মিলিত হতে চলেছেন অসিত দলুই (Ashit Dalui) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। হ্যাম রেডিওর (Ham Radio) সাহায্যে এই কাজ সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ঘাটালে নিজের কর্মক্ষেত্রে আহত হয়েছিলেন আসিতবাবু। সেখানকার একটি হাসপতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপর এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে নিখোঁজ হয়ে যান অসিতবাবু। তাঁর পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজেও হদিশ পাননি।
সোমবার রাতে গড়িয়ার (Garia) গরগাচা এলাকা থেকে এক ব্যক্তি হ্যাম রেডিওকে ফোন করে এক আহত ব্যক্তির খবর দেন। এরপর আসরে নামে ওই সংস্থা। তার কাছে গিয়ে সব খোঁজখবর করে জানা যায়, তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অসিতবাবুর সঙ্গে কথা বলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই ছেলে ও স্ত্রী অসিতবাবুকে নিতে আসছেন বলে জানানো হয়েছে। আজ, বুধবার তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।