কলকাতা বিভাগে ফিরে যান

বিধির মোড়কে মঙ্গলবার খুলছে ভিক্টরিয়া, সায়েন্সসিটি, জাদুঘর

November 9, 2020 | < 1 min read

রেস্তোরাঁ, শপিং মল, মাল্টিপ্লেক্স আগেই খুলেছে। বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেনও। আর তার আগেই মঙ্গলবার থেকে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), ভারতীয় জাদুঘর (Indian Museum), সায়েন্স সিটি (Science City) ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম (Birla Industrial and Science Museum)। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের (Ministry of Culture) তরফে নির্দেশিকা (Guidelines) জারি করে বলা হয়েছে, এসব জায়গায় দর্শকদের মেনে চলতে হবে কিছু নিয়ম–বিধি।

যাওয়ার আগে জেনে নিন কোন নিয়মগুলি আপনাকে মানতে হবে:

  • প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং (Thermal Screening) এবং স্যানিটাইজেশনের (Sanitization) ব্যবস্থা থাকবে। নিরাপত্তারক্ষীরা পিপিই (PPE) পরে থাকবেন।
  • সবাইকে মাস্ক (Mask) পরে থাকতে হবে।
  • মানতে হবে শারীরিক দূরত্ব (Social Distancing)।
  • স্মার্ট ফোনে আরোগ্য সেতু (Arogya Setu) অ্যাপ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
  • কাউন্টারে ভিড় এড়াতে অনলাইন টিকিটে জোর দেওয়া হচ্ছে।
  • কাউন্টারে টিকিট কাটার সময়, দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স।
  • প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে।
  • গ্যালারির এসির তাপমাত্রা রাখা হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর্দ্রতা থাকবে ৪০ থেকে ৭০।
TwitterFacebookWhatsAppEmailShare

#Victoria Memorial, #covid-19, #science city, #indian museum

আরো দেখুন