তৃণমূলে যোগ দিল জিটিএ-র কর্মী সংগঠন
পাহাড়ে ফের এক বড় সাফল্য তৃণমূলের। এবার জিটিএ-র কর্মী সংগঠন ইউনাইটেড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মিশে গেল রাজ্যের শাসক দল সঙ্গে। তৃণমূলের (Trinamool) সাংসদ শান্তা ছেত্রী এবং দার্জিলিং বিধানসভায় দলের আহ্বায়ক এনবি খাওয়াসের উপস্থিতিতে কর্মী সংগঠনটি তৃণমূলের অনুমোদিত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল।
সোমবার দুপুরে দার্জিলিং (Darjeeling) জিডিএনএস হলঘরে সংগঠনের কয়েক হাজার কর্মী তৃণমূলে যোগ দেন। এঁরা জিটিএ-র অস্থায়ী কর্মী। দীর্ঘ দিন ধরে স্থায়ীকরণ-সহ অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত ১ সেপ্টেম্বর থেকে কার্যালয়ে উপস্থিতি হয়েও কর্মবিরতিতে সামিল হয়েছিলেন সংগঠনের সদস্যরা। পরে প্রশাসনের আশ্বাসে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এই প্রথম পাহাড়ের সরকারি কর্মীদের কোনো সংগঠন রাজ্যের শাসকদলে নাম লেখাল। ইউইএ-র কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ ছেত্রী (Subhas Chhetri) বলেন, ‘রাজ্য সরকারই তো একমাত্র আমাদের স্থায়ী করতে পারে। তাই মাঝে আর লালকুঠি কেন, আমরা সরকারি মূল দলের সঙ্গেই জুড়ে গেলাম।’ সংগঠন সূত্রে জানা যায়, কালিম্পঙেও একই ভাবে যোগদান হয়েছে। মঙ্গলবারেও জিটিএ-র অস্থায়ী কর্মীরা মিরিকেও তৃণমূলে যোগ দিচ্ছেন।