← রাজ্য বিভাগে ফিরে যান
এবছর হচ্ছে না পৌষ মেলা, সিদ্ধান্ত বিশ্বভারতীর
করোনা পরিস্থিতিতে বাতিল হল এবছরের পৌষমেলা (Poush Mela 2020)। সোমবার বিশ্বভারতীর কোর্ট মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ে তৃতীয়বার হচ্ছে না পৌষমেলা। তবে বিশ্বভারতীর (Visva-Bharati University) অন্দরের পৌষ উৎসব হবে রীতি মেনে।
সোমবারের ভার্চুয়াল (Virtual) বৈঠকে হাজির ছিলেন বিশ্বভারতীর ৭০ জন কোর্ট সদস্য। সেখানেই এবার পৌষমেলা না করার সিদ্ধান্ত হয়েছে। তবে ৭ পৌষ সকালে রীতি মেনে উপাসনা মন্দিরে হবে উপাসনা, বৈতালিক-সহ অন্যান্য রীতি। তাতে অংশগ্রহণ করবেন আশ্রমিকরা।
১৮৯৪ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার বাতিল হল পৌষ মেলা। এর আগে ১৯৪৩ সালে দুর্ভিক্ষের কারণে ও ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য পৌষ মেলা বাতিল হয়েছিল। তবে ওই বছরগুলিতেও পৌষ উৎসব পালিত হয়েছিল নিয়ম মেনে।