হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

অস্তিত্ব বজায় রাখতে রূপা গাঙ্গুলি কি লড়বেন বিধানসভায়?

November 16, 2020 | < 1 min read

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত নানারকম সম্ভাবনার কথা উঠে আসছে। রূপা গাঙ্গুলি (Roopa Ganguly) কি এবার প্রার্থী হবেন?

রূপা গাঙ্গুলি ২০১৬ সালে হাওড়া উত্তরে বিজেপির (Bjp) প্রার্থী হয়ে লড়েন ও লক্ষীরতন শুক্লার কাছে হারেন।

এর পর পরই নতুন সুযোগ দেখা দেয়। রাজ্যসভায় মনোনীত সদস্য নভজ্যোত সিং সিধু তিনমাসের মাথায় পদত্যাগ করেন। তখন রূপা গাঙ্গুলি মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভায় যোগ দেন। এরপর তিনি রাজ্যসভায় বিজেপিতে যোগ দেন।

কিন্তু, সময়ের গহ্বরে রূপার সঙ্গে এখন সম্পর্ক আগের মত নয় বিজেপির। পরের রাজ্যসভার নির্বাচন ২০২২ সালে। ইতিমধ্যে আজ পর্যন্ত তাঁকে রাজ্যসভায় একটিও স্বতঃস্ফূর্ত বক্তব্য রাখতে দেখা যায় নি। তিনি বিজেপির লেখা বুলি আওড়ান।

আগামী রাজ্যসভার (Rajyasabha) এখনও দেড় বছর বাকি। এছাড়া তিনি আজও বিজেপির সাংগঠনিক পদে নেই। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় অনেক পরে বিজেপিতে যোগ দিয়েও তিনি আজ লোকসভার সাংসদ এবং দিনদিন তাঁর ক্ষমতা বাড়ছে।

এখন প্রশ্ন, তাহলে কি রূপা রাজ্যসভায় পদত্যাগ করে বিধানসভায় লড়বেন? না, বিজেপির ভরসায় বসে থাকবেন যদি বিজেপি রাজ্যসভার টিকিট দেয় ২০২২এ?

TwitterFacebookWhatsAppEmailShare

#Roopa Ganguly, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন