আবারও ‘ফেক নিউজ’ ছড়াতে গিয়ে ধরা পড়লেন এই বিজেপি সাংসদ?
ছটপুজো উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চলের গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর সময় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এক বিস্ফোরক দাবি করে বসেন। সৌগত রায়-সহ ৫ সাংসদ বিজেপিতে যোগ দেবেন, এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং।
তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তৃণমূলের (Trinamool) প্রবীণ সংসদ ও নেতা। অর্জুনের চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিয়ে সৌগত রায় বলেন, রাজনীতি ছেড়ে দেব, মরে যাব, তবু বিজেপিতে যাব না। রাজ্যে এসে এসব শিখিয়ে দিয়ে গেছেন অমিত মালব্যরা।
তিনি বলেন, অর্জুন সিং (Arjun Singh) এমন একজন নেতা নন যে, তাঁর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে হবে। অর্জুন সিং পরিচিত একজন বাহুবলী ও আর্থিক অপরাধী হিসেবে। ও যেগুলো বলেছে, সেগুলো ও দিবাস্বপ্নে ভেবে থাকতে পারে। অথবা বিজেপি যে সবসময় অপ্রপ্রচার বা মিথ্যা প্রচার করে আসে, তার অংশ হতে পারে, সৌগত রায় বলেন।
সৌগত রায়ের স্পষ্ট কথা, আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব, তবু বিজেপিতে আমি কোনওদিন যোগদান করব না। কারণ বিজেপিকে আমি সাম্প্রদায়িক দল বলে মনে করি। আমি কোনও ‘সেল মি কমোডিটি’ নই। আমার কাছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইটা জরুরি, তিনি বলেন।
উল্লেখযোগ্য, ‘ফেক নিউজ’ (Fake News) ছড়াবার জন্য কুখ্যাত বিজেপির আইটি সেলের হোতা অমিত মালব্যকে বাংলায় আনা হয়েছে ২০২১এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে।