বিবিধ বিভাগে ফিরে যান

গোল্ড ইটিএফে বিনিয়োগ করুন

November 30, 2020 | < 1 min read

সোনায় বিনিয়োগ করতে চাইলে একতাল সোনা কিনে তা বাড়িতে ফেলে রাখার কোনও মানে হয় না। সোনাকে যদি সত্যিই লগ্নির হাতিয়ার হিসেবে দেখতে চান, তবে গোল্ড ইটিএফে (Gold Etf) বিনিয়োগ করা প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা। 

সোনা কিনে আলমারি ভর্তি করলে চুরি ডাকাতির ভয় থাকে। এর চেয়ে কাগুজে সোনায় টাকা ঢাললে আপনার সমস্ত উদ্দেশ্য পূরণ হবে। ভবিষ্যতে সোনা কেনার প্রয়োজন হলে গোল্ড ইটিএফ বিক্রি করে সোনা কিনে নেওয়া যায়। কারণ সোনার বাজার দর ওঠা–নামার সঙ্গে সঙ্গে গোল্ড ইটিএফ–এর দর প্রায় একই অনুপাতে ওঠা–নামা করে। 

গোল্ড ইটিএফ অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো। ইউনিট শেয়ারের (Share) মতই কেনাবেচা হয় স্টক এক্সচেঞ্জে (Stock Exchange)। তাই গোল্ড ইটিএফ কিনতে হয় শেয়ার বাজার থেকেই। এর জন্য দরকার পড়ে ডিম্যাট (Demat) অ্যাকাউন্টের। শেয়ারের মতোই প্রয়োজনে ওই ইউনিট আপনি যখন–তখন বেচে দিতে পারেন। 

বিশেষজ্ঞরা বলছেন, সোনায় লগ্নি করতে হলে ধাতু সোনা কেনা উচিত নয়, তার কারণ বিক্রির সময় শুরুতেই গয়নার মজুরি বাদ দেওয়া হবে। এবং এই মজুরির অঙ্কটা খুব ছোট নয়। তাই সামান্য লোকসান এড়াতেও গোল্ড ইটিএফ–এ লগ্নি করাই বুদ্ধিমানের কাজ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#gold etf

আরো দেখুন