কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, শীর্ষ পাঁচ রাজ্যে আর নেই বাংলা
রাজ্যের করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী। কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আর তার জেরেই শীর্ষ পাঁচ রাজ্যের তালিকা থেকে বেরিয়ে এল পশ্চিমবঙ্গ। বিজয়া দশমীর দিন বাংলায় করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা ছিল ৩৭,১৯০। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪,৬৭০। এই সাফল্যের ফলে এক ধাক্কায় ৩ ধাপ নেমে এসেছে বাংলা। কোভিড আক্রান্তের নিরিখে শীর্ষ পাঁচ রাজ্যের তালিকা থেকে বেরিয়ে বর্তমানে অষ্টম স্থানে বাংলা। পাশাপাশি সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩ শতাংশ।
এই সাফল্য সম্পর্কে রাজ্যের এক মন্ত্রী বলেন, নভেম্বরের শুরুতে আমাদের লক্ষ্য ছিল অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজারের নীচে রাখা। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। এই সাফল্যের ফলে দেশের শীর্ষ পাঁচ রাজ্যের তালিকা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং শীঘ্রই প্রথম দশের তালিকা থেকেও বেরিয়ে আসবো।
বিজয়া দশমীর (Vijaya Dasami) দিন থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত মোট ৩১ দিনে বাংলায় সুস্থ হয়েছেন ১.২৭ লক্ষ মানুষ। রাজ্যে টানা ৩৫দিন সুস্থতার হার ৯৩ শতাংশ। জাতীয় গড়ের (৯৩.৬৪) খুব কাছেই। কলকাতা হাই কোর্ট দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি (Diwali) এবং ছট (Chhath) পুজোয় নিষেধাজ্ঞা জারি করে। এর ফলেও কিছুটা সুফল মিলেছে।