দেশ বিভাগে ফিরে যান

বিজেপি মানেই ফেক – অমিতের বিকৃত টুইট চিহ্নিত করল টুইটার

December 2, 2020 | < 1 min read

ভারতে রাজনীতির আঙিনায় সোশ্যাল মিডিয়ার প্রভাব যত বেড়েছে, ততটাই বেড়েছে ফেক নিউজের (Fake News) দাপট। বিরোধীদের দাবি, এই পেছনে কৃতিত্ব বিজেপির। অতীতে বহুবার বিজেপির পদাধিকারীকে মিথ্যাচার ধরা পড়েছে অনলাইনে। এবার সেটাই আনুষ্ঠানিক আখ্যা পেল।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malaviya) একটি ট্যুইট করেন, যেখানে তিনি একটি ভিডিও পোস্ট করে লেখেন ভারতের ইতিহাসে রাহুল গান্ধীর (Rahul Fandhi) মত অপদার্থ বিরোধী নেতা এর আগে মেলেনি। ঐ ভিডিওতে তিনি প্রমাণ চান বিক্ষোভরত কৃষকদের ওপর অত্যাচার করেনি হরিয়ানা পুলিশ।

বিজেপি (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্যর এই ট্যুইটকে বিকৃত আখ্যা দিল টুইটার। টুইটারের দাবি, এই ভিডিওতে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে, তা বিকৃত।

প্রসঙ্গত, ভারতে এই ব্যবস্থা এই প্রথম চালু হল। এর আগে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এইভাবে ভুল/বিকৃত ট্যুইট চিহ্নিত করেছে টুইটার। আর শুরুতেই মিথ্যাচার করতে গিয়ে ধরা পড়লেন বিজেপি আইটি সেল প্রধান।

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #Amit Malaviya

আরো দেখুন