প্রযুক্তি বিভাগে ফিরে যান

সাতদিন পরে মুছে যাবে মেসেজ, নতুন ফিচার হোয়াটসঅ্যাপে 

December 2, 2020 | < 1 min read

‘ডিস্যাপিয়ারিং মেসেজেস’, নতুন ফিচার এলো হোয়াটসঅ্যাপে (Whats App)। আপনি চাইলে সাতদিন পরে মুছে যাবে নতুন মেসেজগুলি। খালি হবে আপনার ফোন। কেবল একটা ক্লিকের ওপরে তা নির্ভর করবে।

ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট। যখন থেকে আপনি ‘অন’ অপশনে ক্লিক করবেন, তারপর থেকে আসা নতুন মেসেজগুলি সাতদিন থাকবে। তারপর আপনাআপনি ‘ডিস্যাপিয়ার’(Disappear) করে যাবে।

অ্যান্ড্রয়েড (Android), আইওএস (IOS) এবং লিনাক্সে (Linux) এই ফিচারটি চালু হয়েছে চলতি মাসের শেষ থেকে। যদিও স্ন্যাপচ্যাট (Snap Chat) ও টেলিগ্রাম (Telegram), এই দু’টি চ্যাটিং অ্যাপে এই ফিচারটি আগে থেকেই ছিল। কিন্তু স্ন্যাপচ্যাটে মেসেজ খোলার পরে তা আপনাআপনি উড়ে যায়। আলাদা করে কোনও অপশন নেই। 

ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে, ফেলে রাখা মেসেজ ৩০ দিন পরে মুছে যায়। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে না পড়া মেসেজ ২৪ ঘণ্টা পরে মুছে যায়। টেলিগ্রামে ব্যবহারকারীরা নিজে এই সময়সীমার সিদ্ধান্ত নিতে পারেন।   

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Whatsapp

আরো দেখুন