করোনায় প্রাণ হারালেন ভোপাল গ্যাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া শতাধিক ব্যক্তি
বেঁচে গিয়েছিলেন ৩৬ বছর আগে ইউনিয়ন কার্বাইডের লিক হওয়া মারণ গ্যাসের হাত থেকে। কিন্তু করোনা ভাইরাসের (Coronavirus) থাবা থেকে বাঁচতে পারলেন না। করোনায় আক্রান্ত হয়ে ভোপালে মৃত ৫১৮ জনের মধ্যে ১০২ জনই বিষাক্ত গ্যাস সারভাইভার।
বৃহস্পতিবারই ভোপাল গ্যাস দুর্ঘটনায় (Bhopal Gas Accident) মৃতদের স্মৃতির উদ্দেশে সৌধ গড়ে তোলার কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ১৯৮৪ সালে ৩ ডিসেম্বর বিষাক্ত গ্যাসে ভরে গিয়েছিল ভোপাল। মারা গিয়েছিলেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এদিন সেই ঘটনার ৩৬তম বার্ষিকীতে মৃতের বিধবাদের জন্য হাজার টাকা করে ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিবরাজ বলেন, ‘১৯৮৪ সালে বিষাক্ত গ্যাস নির্গমনে যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের স্মৃতির উদ্দেশে সৌধ গড়ে তোলা হবে। এছাড়া যাঁরা ওই দুর্ঘটনায় নিজেদের স্বামীকে হারিয়েছেন, তাঁদের পুনরায় ভাতা চালু করা হবে।’ প্রসঙ্গত, ২০১৯ সালে কংগ্রেস সরকার শাসন ক্ষমতায় থাকাকালীন ওই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। হাজার টাকা করে সেই ভাতাই এবার চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।