স্বাস্থ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্য সাথী নাকি আয়ুষ্মান ভারত কোন প্রকল্প ভালো?

December 12, 2020 | < 1 min read

বিশ্বজুড়ে চলছে করোনা অতিমারী। স্বাস্থ্য সম্পর্কে হয়তো এতটা ওয়াকিবহাল সাধারণ মানুষ আগে হননি। নিজের স্বাস্থ্য সম্বন্ধে ভাবতে গেলেই মধ্যবিত্তের প্রথম চিন্তা হয় চিকিৎসার খরচ। সরকারি হাসপাতালে পরিষেবা আর বেসরকারি হাসপাতালে খরচ নিয়ে অনেকেরই ভয় থাকে। তাই, স্বাস্থ্য বীমা আজকের দিনে খুব জরুরি।

ভারতে বেসরকারি অনেক স্বাস্থ্য বীমা থাকলেও প্রিমিয়াম দেওয়ার সাধ্য অনেকের হয় না। তাই, সরকারি বীমাই ভরসা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমার নাম আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। আর পশ্চিমবঙ্গ সরকারের বীমা স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)। ২০১৬ সালে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছিল। অন্যদিকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে ২০১৮ সালে, প্রায় দু বছর পরে।

অনেকেই প্রশ্ন করতে পারেন, স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত এর মধ্যে কোনটি তুলনামূলকভাবে ভালো। দেখে নেব এক ঝলকে।

  • স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্য সরকার ১০০% খরচ বহন করে। অন্যদিকে, আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রের তরফ থেকে মোট খরচের ৬০ শতাংশ অর্থ দেওয়া হয়। 
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলার নামে হয় স্বাস্থ্যসাথীর কার্ড। সেই কার্ডের সুবিধা মহিলার বাবা মাও ভোগ করতে পারবেন। আয়ুষ্মান ভারতে এরকম কোনও ব্যবস্থা নেই।
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রদান করা হয় সুদৃশ্য স্মার্ট কার্ড। সেখানে কেন্দ্রীয় প্রকল্পটিতে শুধুমাত্র একটি কাগজ প্রদান করা হয়।
  • সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের স্মার্ট কার্ড মানুষের হাতে চলে যায়। কিন্তু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পেতে হলে জন প্রতি খরচ করতে হচ্ছে ৩০ টাকা। একটি পরিবারে ৫ জন হলে দিতে হয় ১৫০ টাকা।
  • স্বাস্থ্য সাথী প্রকল্পে পরিবারে কোন সদস্য সীমা নেই। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবারের সর্বোচ্চ ৫ জন এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।
TwitterFacebookWhatsAppEmailShare

#Swasthya Sathi, #Ayushman Bharat

আরো দেখুন