আবার ত্রাতা দেব, দুঃস্থ ছাত্রের ফিরল দৃষ্টিশক্তি
আবার দেখা গেল দেবের মানবিক মুখ। ঘাটাল লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য দীপক অধিকারীর (Deepak Adhikari) সহযোগিতায় দৃষ্টিশক্তি ফিরে পেল চন্দ্রকোণার কাসণ্ড গ্রামের দুঃস্থ পরিবারের সন্তান সাবির আলি। সে ওই গ্রামেরই মাদ্রাসা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। সম্প্রতি প্রায় ৭০ হাজার টাকা খরচ করে সাবিরের চোখের অপারেশন করানোর ব্যবস্থা করেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। তাঁর ওই মানবিকতায় আপ্লুত সাবিরের পরিবার ও প্রতিবেশীরা।
বছর তিনেক আগে সাবিরের ডান চোখে হঠাৎ করে সমস্যা দেখা দেয়। সাবির (Sabir) বলে, আমি ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি হারিয়ে ফেললাম। চোখ দিয়ে শুধু জল পড়ত। স্থানীয় চক্ষুরোগ বিশেষজ্ঞরা ভালো কোনও হাসপাতাল থেকে অপারেশন করার পরামর্শ দেন। কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খারাপ। তাই অপারেশন করা সম্ভব হয়নি।
সাবিরের সমস্যা দেখে প্রতিবেশী কলেজ ছাত্র সাহেব মল্লিকের খুব খারাপ লাগে। তিনি সাবিরকে কী ভাবে সাহায্য করা যায়, তার রাস্তা খুঁজতে থাকেন। সাহেব বলেন, লকডাউনের সময় আমি দেবের বিভিন্ন মানবিক কাজের কথা শুনেছিলাম। তাই সাহস নিয়ে সাবিরের সমস্যার কথা জানিয়ে সেপ্টেম্বর মাসে সাংসদকে ট্যুইট করি। সেই ট্যুইট দেখে দুর্গাপুরের আধুনিকা বারিক সাংসদ দেবকে ট্যাগ করে ফের ট্যুইট করেন। সেই ট্যুইটই পর্যায়ক্রমে ফরোয়ার্ড হয়ে দেবের দৃষ্টিতে গেলে তখনই তিনি তাঁর প্রতিনিধি রামপদ মান্নাকে সাবিরের বাড়ি পাঠিয়ে অপারেশন করানোর আশ্বাস দেন। নভেম্বরের ২৮ তারিখে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সাবিরের অপারেশন হয়েছে। সাবিরের সব খরচই দেব দিয়েছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাবির বাড়ি ফিরে এসেছে।
এবিষয়ে দেবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর প্রতিনিধি রামবাবু বলেন, এখন সাবির দু’চোখেই দেখছে। আমাদেরও ভালো লাগছে। ঘাটালবাসীর পক্ষ থেকে দেবকে ধন্যবাদ।
ঘাটাল মহকুমার বাসিন্দারা বলেন, চন্দ্রকোণা থানা এলাকা দেবের ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। চন্দ্রকোণাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীন। তাই সাবিরের চোখ অপারেশনের ব্যাপারে দেব উদ্যোগ না নিতেই পারতেন। কিন্তু, তা তিনি করেননি। ভোটের চেয়েও তাঁর কাছে মানুষ বড়। দেব মন থেকেই মানুষের সেবা করতে চান বলেই তিনি ট্যুইটের মেসেজ দেখে এগিয়ে এসেছেন। এর আগেও চন্দ্রকোণা-২ ব্লকের এক বৃদ্ধার দুরবস্থার কথা জানতে পেরে দেব তাঁকে একটি বাড়ি করে দিয়েছেন। দেব প্রমাণ করেছেন, তিনি শুধু রাজনীতিক নন, একজন প্রকৃত মানবদরদী।