দেশ বিভাগে ফিরে যান

আগামী বছর থেকে ১১ আঞ্চলিক ভাষায় জয়েন্ট পরীক্ষা

December 15, 2020 | < 1 min read

আগামী বছর থেকেই বাংলা সহ ১১টি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা (জয়েন্ট) (Joint Exam) পরীক্ষা নেওয়া হবে। একথা জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। কেবল পরীক্ষাই নয়। পরবর্তীকালে আইআইটি’তে পড়াশোনার ক্ষেত্রেও আঞ্চলিক ভাষার উপর জোর দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে লাগাতার আলোচনা চালাচ্ছে কেন্দ্র (Central Government)। সেই মতো যেসব আইআইটিতে আঞ্চলিক ভাষায় পড়ানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে যাবে, সেখানে তা দ্রুত শুরু হবে। ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে শিক্ষামন্ত্রক।

ইতিমধ্যেই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা (নিট) (NEET Exam) আঞ্চলিক ভাষাতে শুরু হয়েছে। একইভাবে এবার তা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও শুরু করতে চলেছে মোদি সরকার। সেই মতোই তৈরি হচ্ছে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

প্রতি বছরই প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ পড়ুয়া জয়েন্ট (মেন) পরীক্ষা দেয়। বছরে দু’বার ওই পরীক্ষা হয়। সেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যারা সামনের সারিতে থাকে, তার মধ্যে থেকে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী আইআইটি’র মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। তার জন্য দিতে হয় জয়েন্ট (অ্যাডভ্যান্স)। বছরে একবার হয় জেইই (অ্যাডভান্স)। জেইই মেন-এ উত্তীর্ণ হয়ে ছাত্রছাত্রীরা রা‌জ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ তথা এনআইটি, ট্রিপল আইআইটির মতো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। আর জেইই (অ্যাডভান্স) পাশ করলে সুযোগ মেলে খড়্গপুর সহ দেশের বিভিন্ন আইআইটিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#central government, #joint niit exams

আরো দেখুন