দেশ বিভাগে ফিরে যান

মানব কল্যাণ সূচকে ভারত আরও একধাপ পিছিয়ে গেল

December 17, 2020 | < 1 min read

সদ্য প্রকাশিত ২০২০ সালের রাষ্ট্রসংঘের উন্নয়ন প্রকল্পের রিপোর্টে মানব কল্যাণ সূচকে ১৮৯টি দেশের মধ্যে ভারত আরও একধাপ নীচে নামলো। বর্তমানে ভারতের স্থান হল ১৩১তম।

কোনও রাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মানের নিরিখেই সেই রাষ্ট্রের মানব কল্যাণ সুচক (UNDP) মাপা হয়। ২০১৮ সালে ভারতের স্থান ছিল ১৩০।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে জন্মানো এক ভারতীয়র সম্ভাব্য আয়ু ৬৯.৭ বছর। পাশাপাশি ২০১৯ সালে জন্মানো এক বাংলাদেশির সম্ভাব্য আয়ু ৭২.৬ বছর এবং এক পাকিস্তানির ৬৭.৩ বছর। নরওয়ে, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং ও আইসল্যান্ড এই তালিকার শীর্ষে আছে।

রাষ্ট্রসংঘের উন্নয়ন প্রকল্পের আবাসিক প্রতিনিধি শোকো নোদা বলেন, ভারত পারচেসিং পাওয়ার প্যারিটিতে ২০১৮ সালে ব্যয় করে ৬৮২৯ ডলার যা ২০১৯ সালে হয় ৬৬৮১ ডলার। পারচেসিং পাওয়ার প্যারিটি হল একটি পদ্ধতি যার মাধ্যমে একটি নির্দিষ্ট কোনও বস্তুর দাম বিভিন্ন দেশের মুদ্রার মাধ্যমে যাচাই করে সেই দেশের আসল ক্রয়ের ক্ষমতার মূল্যায়ন করা হয়।

রিপোর্টে আরও বলা হয়, কম্বোডিয়া, ভারত এবং থাইল্যান্ডের শিশুরা সবথেকে বেশি অপুষ্টির শিকার। ভারতে অভিভাবকদের নানারকম আচরণ এবং কন্যা সন্তানের জন্য ব্যয় না করতে চাওয়ার মানসিকতার জন্য কন্যা সন্তানদের মধ্যে অপুষ্টির পরিমাণ অনেক বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India Ranks, #UNDP, #Human Development Index

আরো দেখুন