কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস

১৭ই ডিসেম্বর থেকে নদীয়া জেলার কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে (Kanyashree University) পুরোদমে অনলাইন ক্লাস শুরু হল। এর আগের দিনই বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ের অধ্যাপকদের উপস্থিতিতে পরিচয় পর্বের কাজ করেন।
তিনি বলেন, আমাদের চারটি বিষয়ে স্নাতকোত্তর করানো হয়, ইংরিজি, বাংলা, ইতিহাস ও শিক্ষা। এই সকল বিষয়ে পড়্রয়ার সংখ্যা ২৫০। এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে।
এখানে ১৭জন গেস্ট লেকচারার আছেন যারা অনলাইন ক্লাস নেবেন। সাধারণ ক্লাস আবার শুরু হলে পড়ুয়াদের কৃষ্ণনগর ওমেনস কলেজে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ কৃষ্ণনগর সরকারি কলেজে খোলা হয়েছে।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। কৃষ্ণনগর সরকারি কলেজ প্রাঙ্গনেই এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। গত ৩রা নভেম্বর অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ে।