কলকাতা বিভাগে ফিরে যান

‘‌মানুষ দলবদলের ইতিহাস জানে’‌, শুভেন্দু ইস্যুতে মন্তব্য তৃণমূল মহাসচিবের

December 27, 2020 | < 1 min read

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সহ অন্য দলত্যাগী নেতাদের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার হেস্টিংস–এ(Hastings) সুনীল মন্ডলকে(Sunil Mondal) ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের ঘটনায় ফের তৃণমূলের কড়া সমালোচনা করেছিলেন সদ্য দলত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষিতে শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জির প্রতিক্রিয়া, ‘‌মানুষ সব জানে। মানুষ দলবদলের ইতিহাস জানে। মানুষকে এত বোঝাতে হয় না।’‌
এরপরই পার্থ (Partha Chatterjee) স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চান না। ওনার সম্পর্কে যদি কিছু মন্তব্য করতেই হয়, তাহলে তৃণমূলের ব্লক স্তরের নেতাদের করা মন্তব্যই যথেষ্ট। রাজনৈতিক মহলের ধারণা, এর থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে, যে শুভেন্দুকে সাধারণ ব্লক স্তরের একজন দলত্যাগী নেতা ছাড়া আর কিছুই মনে করছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, এদিনও শুভেন্দু রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, বাংলার অর্থনীতির উত্থানের জন্য মোদি পরিচালিত সরকারেরই প্রয়োজন। কেন্দ্র এবং রাজ্যে যে এক সরকার গড়ারই উদ্দেশ্য তাঁর তা এদিনও জোর গলায় বলেছেন শুভেন্দু অধিকারী। 

TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee, #suvendu adhikari, #tmc

আরো দেখুন