রাজ্য বিভাগে ফিরে যান

দুয়ারে সরকারের পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ অভিযান

December 28, 2020 | < 1 min read

বছরের শুরুতে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। বোলপুরের প্রশাসনিক সভায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২রা জানুয়ারি থেকে সারা রাজ্যে শুরু হবে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি। ছোটখাটো সব কাজ করা হবে এই কর্মসূচির মাধ্যমে।

কালভার্ট তৈরি, স্কুলে বাড়তি ক্লাসরুম, প্রাইমারি হেলথ সেন্টারে ডাক্তারের প্রয়োজন। আবার কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন মেরামত। এরকম সমস্যা মেটানো হবে। মুখ্যমন্ত্রীর দপ্তরে এইরকম ১০ হাজার ছোটখাটো সমস্যা সমাধানের জন্য আবেদন জমা পড়েছিল। সেই সমস্যা মেটানোর উদ্যোগেই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প।

এই কর্মসূচির জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ২রা জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ই ফেব্রুয়ারি অবধি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পাড়ায় পাড়ায় আলাদা টাস্কফোর্স গঠন করা হবে।

রিয়েল টাইম ভিত্তিতে সব মানুষের দরখাস্ত করার সাথে সাথে সবার সমস্যা ট্র্যাক করা হবে এবং সমাধান করা শুরু হবে নতুন বছর থেকে।

‘দুয়ারে সরকার’ কর্মসূচি গোটা রাজ্যে বেশ সাফল্য পেয়েছে। আর এরপরেই এই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির শুরু করল রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়েছে ছোটখাটো কাজ, যেমন- নিকাশি সমস্যার সমাধান, ছোট রাস্তা নির্মাণ এসব কাজের সমাধান করা হবে এই প্রকল্পের আওতায়।

এদিন ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে কর্মরতদেরকেও উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ ‘দুয়ারে সরকার’ এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি সফল করতেও প্রস্তুত রাজ্য সরকার।

এদিন জাতি শংসাপত্র নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আধিকারিককে বলেন, পরিবারের কোনও একজনের এই সার্টিফিকেট থাকলেই সার্টিফিকেট দিতে হবে আবেদনকারীকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Parai Parai Somadhan

আরো দেখুন